প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি
জনাব ড. মুহাম্মদ ইউনূস
বাংলাদেশ সরকারের
মাননীয় প্রধান উপদেষ্টা (অন্তর্বর্তীকালীন)
বিষয়ঃ বাংলাদেশে, পোল্যান্ডের (Poland) দূতাবাস চালুর প্রসঙ্গে।
জনাব, আমি ড. মোঃ হুসাইন আলম, প্রতিষ্ঠাতা British Graduate College in Wroclaw, poland। আমি পোল্যান্ডে বসবাসরত একজন প্রবাসী ও কলেজের প্রতিষ্ঠাতা এবং ইউনিভার্সিটির প্রফেসর।
আমরা প্রায় ৩০ থেকে ৪০ হাজার বাংলাদেশি পোল্যান্ডে বসবাস করি। আমাদের অনেক ছাত্র-ছাত্রী আছে যারা পোল্যান্ডে লেখাপড়া করতে আসতে চান এবং অনেকে আসতে চান ব্যবসার জন্য। অনেক পরিবার ও আত্মীয়-স্বজন আসতে চান প্রিয়জনকে কাছে পাওয়ার জন্য। তবে কষ্টের বিষয় হলো বাংলাদেশে পোল্যান্ড সরকারের কোনো দূতাবাস নাই। যার ফলে বাংলাদেশিদেরকে অনেক কষ্ট করে ও অনেক টাকা খরচ করে ভারতে যেতে হয় পলিশ ভিসার আবেদনের জন্য। যেটা বাংলাদেশিদের জন্য অনেক খরচ ও কষ্টের ব্যাপার।
অন্যদিকে ভারতেকে নিজের দেশের টাকা স্বইচ্ছাই দিতে হয়, কারণ ইন্ডিয়ান ভিসা এবং ইন্ডিয়াতে ২০ থেকে ৩০ দিন থাকা ও খাওয়া এবং অন্যান্য খরচ বাবদ একজন বাংলাদেশিকে এক থেকে দেড় লাখ টাকার উপরে খরচ করতে হয়। যেটা আমাদের দেশের প্রায়ই অনেক পরিবারের সারা বছরের আয়। বিদেশে মূলত মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই আসতে চান ভাগ্যকে পরিবর্তন করার জন্য। একটা পরিবার থেকে দেড় থেকে দুই লক্ষ টাকা চলে যায় শুধু ইন্ডিয়াতে যাওয়া ও থাকা খাওয়া বাবদ। ভিসা না হলে ওই পরিবার পথে বসার উপক্রম প্রায়।
যদি বাংলাদেশে পোল্যান্ডের দূতাবাস করা যায় তাহলে নিজের দেশের টাকা নিজের দেশেই থাকবে এবং আমাদের দেশের মানুষ লেখাপড়াসহ অন্যান্য বিষয়ে বেশি ভিসা পাবে, যা আমাদের অর্থনৈতিক চাকাকে সচল করতে অনেক বেশি সহযোগিতা করবে। এবং বাংলাদেশীদের জন্য ভিসার আবেদনে খরচ হবে ১০ থেকে ১৫ হাজার টাকা মাত্র।
একজন প্রবাসী প্রফেসর হিসেবে আপনার ও আপনার সরকারের কাছে চাওয়ার কিছু নেই। তবে একটা বিষয় অনেক বেশি চাই, নিজের দেশের মানুষ, নিজের দেশ হতে ভিসা আবেদন করে পোল্যান্ডে আসতে পারে। এজন্য প্রয়োজন বাংলাদেশে, পোল্যান্ড সরকারের দূতাবাস।
আমি পলিশ শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি বাংলাদেশ পলিশ দূতাবাস চালু করার বিষয়ে।
তারা বলেছে দূতাবাস চালু করার জন্য প্রয়োজন দুই দেশের সরকার প্রধানের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা। তাই নিরুপায় হয়ে আপনার কাছে আমার এই চিঠি। বাংলাদেশে পলিশ দূতাবাস চালু করার বিষয়ে। বিগত ৩০ থেকে ৪০ বছরের ভিতরে পোল্যান্ড ও বাংলাদেশ সরকারের প্রধানের মধ্যে কোন প্রকার আলোচনা হয়নি। যেটাকে আমাদের পররাষ্ট্র নীতির ব্যর্থতাই বলা যেতে পারে।
আপনার সুনাম ও সুসম্পর্ক সারা দুনিয়া জুড়ে। আমি বিশ্বাস করি, আপনার চেষ্টায় পোল্যান্ড সরকার বাংলাদেশে পলিশ দূতাবাস চালু করতে আগ্রহ প্রকাশ করবে। পোল্যান্ডে বসবাসরত সমস্ত বাঙালির পক্ষ থেকে আপনার কাছে আবেদন, যথাযথ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে খুব দ্রুত সময়ের মধ্য দিয়ে দুই দেশের সরকারের মাঝে আলোচনা করে বাংলাদেশ, পোল্যান্ড দূতাবাস খোলার সুব্যবস্থা গ্রহণ করবেন। আপনার এই মহান কাজকে আমরা পোল্যান্ডে বসবাসরত সমস্ত বাঙালি যথাযথ সম্মান দিয়ে শোধ করব। বাংলাদেশে সঠিক নিয়মে টাকা পাঠিয়ে এবং দেশের পতাকাকে পোল্যান্ডে সুনামের সাথে উপরে রেখে।
পরিশেষে, আমি আশা করি, অতি দ্রুত সময়ের মধ্যে আপনি বাংলাদেশে পলিশ দূতাবাস চালুর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
বিনীত নিবেদন
ড. মোঃ হুসাইন আলম
প্রতিষ্ঠাতা British Graduate College in Wroclaw,poland ( প্রবাসী)
email: bgcwroclaw@gmail.com