মালয়েশিয়া ট্রাফিক আইন অমান্য করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৯
মালয়েশিয়ার রাজধানী কলারামপুরে ট্রাফিক পুলিশ ও জেপিজে যৌথ অভিযানে বাংলাদেশীসহ ১৯ জন অধিবাসী কর্মীকে আটক করেছে। স্থানীয় সময় শনিবার ( ১৬ নভেম্বর) কলারামপুরের সড়ক পরিবহন বিভাগ জেপিজের একটি বিবৃতিতে একথা জানানো হয়।
শনিবার বিকাল তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করে দেশি বিদেশি নাগরিকসহ মোট ৪৫৪৫ টি যানবাহন চেক করে ১৩৫৩ টি অভিযোগ দাখিল করা হয়।
এর মধ্যে বিদেশি দ্বারা পরিচালিত যানবাহনের সংখ্যা সংখ্যা ১৯ টি।
এই অভিযানে ট্রাফিক আইন অমান্য করে মোটরসাইকেল চালানোর অপরাধে ১৯ অবৈধ কর্মীদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৯ জন ইন্দোনেশিয়ার নাগরিক, বাংলাদেশের ৩ জন, ভারতের ৪ জন, বাকি তিনজন অন্যান্য দেশের নাগরিক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এছাড়াও ১৪১ জন স্থানীয় নাগরিককে প্রাথমিকভাবে সন্দেহজনক হিসেবে মাদকের টেস্ট করা হয়। মাদক টেস্টে ১৬ জনের পজেটিভ হলে তাদের গ্রেফতার করা হয়।
মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন (জিপিজে) ও অবৈধভাবে বসবাসের জন্য ১৯ বিদেশী কর্মীকে অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য তাদেরকে ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
এছাড়াও বিদেশী কর্মীদের অবৈধভাবে মালয়েশিয়াতে যানবাহন করায় ও ড্রাইভিং করার অপরাধ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে বলে মনে করে জেপিজে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে অবৈধ যানবাহন ও অবৈধ ভাবে ড্রাইভিং সকলের আইনের আওতায় আনা হবে।