সোশ্যাল মিডিয়া ছাড়ার ইঙ্গিত আলিয়া ভাটের, উদ্বিগ্ন অনুরাগীরা
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট কি ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন? সম্প্রতি এমন জল্পনাই ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। কারণ, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মেয়ে রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন তিনি। বর্তমানে আলিয়ার প্রোফাইলে রাহার কোনো ছবি দেখা যাচ্ছে না।
এরই মধ্যে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, প্রয়োজনে তিনি পুরোপুরি সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে যাওয়ার কথাও ভাবছেন। আলিয়ার ভাষায়, সোশ্যাল মিডিয়া মানুষের মনোযোগ কেড়ে নেয় এবং সারাক্ষণ অনলাইনে থাকা মানসিকভাবে বেশ চাপের। অনেক সময় তার কাছে বিষয়টি একঘেয়ে মনে হয় বলেও জানান তিনি।
অভিনেত্রী বলেন, ডিজিটাল দুনিয়ার অতিরিক্ত উপস্থিতি ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে। তিনি চান তার ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগতই থাকুক। এসব নিয়ে প্রকাশ্যে আলোচনা বা মন্তব্য করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। পাশাপাশি, প্রতিনিয়ত বার্তা ও মন্তব্যের জবাব দেওয়া মানসিকভাবে ক্লান্তিকর হয়ে ওঠে বলেও স্বীকার করেন আলিয়া।
যদিও এখনো সোশ্যাল মিডিয়া ছাড়ার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি, তবে আগেও একাধিকবার বিরতি নিয়েছেন। বিশেষ করে মা হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারে অনেকটাই সংযত হয়েছেন আলিয়া।
মাতৃত্বের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এই সময়টায় শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়, যা তাকে আরও বেশি ব্যক্তিগত পরিসর চাওয়ার দিকে ঠেলে দিয়েছে। নতুন জীবনের অধ্যায়ে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কাজের প্রতি মনোযোগ এবং মানসিক সুস্থতা।
তবে অনুরাগীদের কথাও ভুলে যাননি আলিয়া। তিনি জানান, তার ও রণবীর কাপুরের ক্যারিয়ারে সোশ্যাল মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন কাজের খবর ভক্তরা এখান থেকেই পান। তাই সোশ্যাল মিডিয়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তবুও মাঝেমধ্যে দূরে সরে যাওয়ার ইচ্ছা জাগে বলেও জানান অভিনেত্রী।
উল্লেখ্য, এর আগেও ছবি মুক্তির প্রচার শেষ হওয়ার পর আলিয়া হঠাৎ করে ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট মুছে ফেলেছিলেন। এক সময় অ্যাকাউন্ট প্রাইভেটও করেছিলেন তিনি। এবার মেয়ের নিরাপত্তা ও ব্যক্তিগত জীবনের কথা ভেবেই আবারও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার ভাবনা প্রকাশ করলেন বলিউড তারকা।
Comments