এমন মানুষ পাওয়া আল্লাহর বিশেষ নিয়ামত: স্বামীকে নিয়ে শবনম ফারিয়া
স্বামীকে নিয়ে আবেগঘন অনুভূতির কথা প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে তিনি জানান, এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া আল্লাহর বিশেষ অনুগ্রহ।
পোস্টে শবনম ফারিয়া লেখেন, স্বামীকে দায়িত্বশীলভাবে সংসারের ভার নিতে এবং একজন প্রকৃত পুরুষের মতো আচরণ করতে দেখে তিনি গভীর কৃতজ্ঞতা অনুভব করেন। তার ভাষায়, আল্লাহ তাকে সহজ-সরল, নিষ্ঠাবান ও আন্তরিক একজন মানুষ উপহার দিয়েছেন, যা এই সময়ের বাস্তবতায় বিরল।
অভিনেত্রী আরও জানান, এক সময় তিনি পুনরায় বিয়ে নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। অতীতের কষ্ট ও অভিজ্ঞতার কারণে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। তবে কাছের মানুষেরা তাকে আশ্বস্ত করেছিলেন যে, আল্লাহর পরীক্ষা শেষ হলে সামনে ভালো সময় অপেক্ষা করছে।
নতুন সংসার জীবনের অভিজ্ঞতা তুলে ধরে ফারিয়া বলেন, নিজেদের ঘরে ওঠার মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি দেখছেন—তার স্বামী পরিবারের কর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন। শাশুড়ির ছোট ছেলে হয়েও যেভাবে তিনি সংসার সামলাচ্ছেন, তা অভিনেত্রীর কাছে জীবনের বড় প্রাপ্তি হয়ে ধরা দিয়েছে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম ফারিয়া। তার স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর সন্তান। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
Comments