গোলাপি আভা ছড়াচ্ছেন জয়া
গোলাপি পোশাকে নতুন কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া; এসব ছবিতে ধরা পড়েছে তাঁর হাস্যোজ্জ্বল মুহূর্ত। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলে।
নতুন বছরটা দারুণভাবে শুরু করেছেন জয়া। কলকাতার টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত 'বিনোদনের সেরা ২৪' অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র 'পুতুলনাচের ইতিকথা'-তে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এ স্বীকৃতি অর্জন করেন।
ছবিতে 'কুসুম' চরিত্রে অভিনয় করেন তিনি। মুক্তির আগে দেওয়া সাক্ষাৎকারে 'কুসুম'কে স্বপ্নের চরিত্র হিসেবে উল্লেখ করেছিলেন।জয়া অভিনীত নতুন সিনেমা 'ওসিডি' কলকাতায় মুক্তি পাবে আগামী ৬ ফেব্রুয়ারি।
Comments