টিজার ঘিরে বিতর্ক, যশের ‘টক্সিক’ নিয়ে অশ্লীলতার অভিযোগ
বহুল প্রতীক্ষিত 'টক্সিক' সিনেমা নিয়ে আবারও পর্দায় ফিরছেন 'কেজিএফ'খ্যাত তারকা যশ। কিছুদিন ধরেই সিনেমার টিজাস পোস্টার প্রকাশ করা হচ্ছিল, সেখানে স্থান পাওয়া নারী চরিত্রদের নিয়ে এরমধ্যেই শুরু হয়েছে আলোচনা।
তবে সেই আলোচনা এবার বিতর্কে রূপ নিয়েছে। 'টক্সিক' সিনেমার টিজার প্রকাশ পেয়েছে ৮ জানুয়ারি। আর তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক, সমালোচনা। টিজারে অশ্লীল দৃশ্য প্রদর্শনের অভিযোগ তুলে কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে আম আদমি পার্টির (এএপি) মহিলা শাখা।
টক্সিকের টিজারে যশের সঙ্গে একটি গাড়ির ভেতরে এক নারীর সংক্ষিপ্ত উপস্থিতি নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত। ওই দৃশ্যে সংলাপের তুলনায় ভিজ্যুয়াল ইঙ্গিতের ওপর বেশি নির্ভরশীল। দৃশ্যটি একাংশের দর্শকের কাছে আপত্তিকর বলে মনে হয়েছে।
আম আদমি পার্টির (এএপি) মহিলা শাখার অভিযোগপত্রে বলা হয়েছে, গীতু মোহানদাস পরিচালিত 'টক্সিক'-এর টিজারটি অশ্লীলতায় ভরপুর। এতে এমন কিছু ভিজ্যুয়াল রয়েছে যা নারী ও শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে কন্নড় সংস্কৃতির মূল্যবোধকেও আঘাত করছে টিজারটি।
অভিযোগপত্রে আরও জানানো হয়েছে, কোনো ধরনের বয়সভিত্তিক সতর্কতা বা কনটেন্ট ওয়ার্নিং ছাড়াই টিজারটি জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত টিজারটি প্রত্যাহার করে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার দাবিও জানিয়েছে তারা।
এদিকে অভিযোগটি গ্রহণ করেছে কর্ণাটক রাজ্য মহিলা কমিশন। তারা জানিয়েছে, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি তদন্ত করা হবে। সব মিলিয়ে, মুক্তির আগেই 'টক্সিক' এখন আলোচনার কেন্দ্রে।
Comments