‘টক্সিক’ টিজারে যশের সঙ্গে কে সেই রহস্যময়ী?
কেজিএফ তারকা যশের বহুল প্রতীক্ষিত ছবি 'টক্সিক: এ ফেইরি টেল ফর গ্রোন-আপস'-এর টিজার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন। যশের লুক ও অ্যাকশন যেমন আলোচনা কুড়িয়েছে, তেমনই টিজারের একটি ঘনিষ্ঠ দৃশ্যে গাড়ির ভেতরে যশের সঙ্গে দেখা যাওয়া রহস্যময়ী অভিনেত্রীকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
টিজারে যশের পাশাপাশি অভিনেত্রীর বোল্ড স্টাইল, অন্তরঙ্গ দৃশ্য ও অভিব্যক্তি দর্শকদের নজর কাড়ে। ছবির নির্মাতারা ইতিমধ্যেই তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা আদভানি ও হুমা কুরেশির চরিত্র ও লুক প্রকাশ করলেও, এই অভিনেত্রীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
Comments