২৫ বছর পরে ‘কাভি খুশি কাভি গাম’-এর সিক্যুয়াল নিয়ে গুঞ্জন
বলিউডে করণ জোহরের সিনেমা মানেই আবেগ, পারিবারিক বন্ধন আর রাজকীয় নস্ট্যালজিয়া। তাঁর পরিচালিত ছবির তালিকায় যেগুলো আজও দর্শকের মনে আলাদা জায়গা করে আছে, তার মধ্যে অন্যতম 'কাভি খুশি কাভি গাম'। মুক্তির ২৫ বছর পূর্তির প্রাক্কালে এবার শোনা যাচ্ছে, সেই আইকনিক ছবির সিক্যুয়াল নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন করণ জোহর।
২০০১ সালে মুক্তি পাওয়া এই ছবিতে প্রেম, পরিবার, বিচ্ছেদ ও পুনর্মিলনের গল্পকে এক সুতোয় বেঁধেছিলেন করণ। মা-সন্তানের আবেগঘন সম্পর্ক থেকে শুরু করে পারিবারিক মূল্যবোধ—সব মিলিয়ে 'কাভি খুশি কাভি গাম' আজও দর্শকের মনে নস্ট্যালজিয়ার ঝাঁপি খুলে দেয়।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ইতিমধ্যেই নাকি ছবির সিক্যুয়াল নিয়ে প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। শোনা যাচ্ছে, পরিচালক হিসেবে এটি হতে চলেছে করণ জোহরের অন্যতম বড় ও অ্যাম্বিশাস প্রোজেক্ট। গল্পের কেন্দ্রে এবারও থাকবে পরিবার, তবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে একেবারে নতুন ফ্যামিলি ড্রামা তৈরি করতে চাইছেন তিনি।
কাস্টিং নিয়েও চলছে জোর জল্পনা। গুঞ্জন অনুযায়ী, ছবিতে থাকতে পারেন দু'জন নায়ক ও দু'জন নায়িকা। যদিও এই চরিত্রগুলোতে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। এমনকি ছবির নাম 'কাভি খুশি কাভি গাম'ই থাকবে, নাকি নতুন কোনো নাম দেওয়া হবে—সেই বিষয়েও কোনো নিশ্চিত তথ্য সামনে আসেনি।
এদিকে এই সব জল্পনা নিয়ে করণ জোহর সম্পূর্ণ নীরব। সিক্যুয়াল প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেননি তিনি। তবে বলিউডের অভিজ্ঞ মহলের মতে, যদি সত্যিই এই ছবি তৈরি হয়, তবে তা দর্শককে আবারও স্মৃতির অতলে ভাসাবে—ঠিক আগের মতোই।
উল্লেখ্য, মূল ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, করিনা কাপুর খান ও হৃত্বিক রোশন। সিক্যুয়ালেও কি এই তারকাদের ওপরই ভরসা রাখবেন করণ, নাকি নতুন প্রজন্মের মুখ দেখা যাবে—সে উত্তর মিলবে সময়ের অপেক্ষায়।
Comments