সিনেমার প্রচারে প্রাক্তনের সঙ্গে মালাইকা

বলিউড তারকা অর্জুন কাপুর ও মালাইকা আরোরার বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলছেন, এমন বহু কথা শোনা যায়। দীর্ঘদিন এমন গুঞ্জন চললেও দেখা যায় তার উলটো ঘটনা! সম্প্রতি একটি সিনেমার প্রচার অনুষ্ঠানে দেখা হয় তাদের, সেখানে দেখা যায় তাদের কুশলাদি করতে। শুধু তাই নয়, একে অপরকে আলিঙ্গনও করেন তারা।
ভারতীয় গণমাধ্যমের খবর, গত সোমবার রাতে অভিনেত্রী জাহ্নবী কাপুর, ঈশান খট্টর ও বিশাল জেঠওয়ার সিনেমা 'হোমবাউন্ড'-এর একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে অর্জুন ও মালাইকা ছাড়াও অনেক বলিউড তারকা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানেই তাদের সাক্ষাৎ হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তারা একে অপরের সঙ্গে কথা বলছেন এবং আলিঙ্গন করছেন।
তবে ভিডিও ভাইরাল হওয়ার পর অর্জুন-মালাইকার এই সৌজন্যপূর্ণ আচরণ তাদের ভক্তদের প্রশংসা কুড়ায়। তারা বলছেন, সম্পর্কে বিচ্ছেদ হলেও তাদের মধ্যে পারস্পরিক সম্মান ও বন্ধুত্ব রয়েছে।
এর আগে এক সাক্ষাৎকারে মালাইকা তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কথা বলেছিলেন। তিনি জানান, জীবনে নেওয়া কোনো সিদ্ধান্ত নিয়েই তার কোনো অনুশোচনা নেই। বিচ্ছেদ হলেও সত্যিকারের ভালোবাসা থেকে তিনি কখনো সরে আসবেন না, রাখবেন অটুট বন্ধুত্বও।
Comments