হাসপাতালে শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন টেইলর সুইফট

বিশ্বখ্যাত গায়িকা টেইলর সুইফটের মানবিক রূপে আবারও মুগ্ধ করলো তার ভক্তদের। সদ্য স্ট্যানলি কাপ ২০২৫ ফাইনালে প্রেমিক ট্র্যাভিস কেলসের খেলা দেখার পর তিনি ছুটে গেলেন যুক্তরাষ্ট্রের একটি শিশু হাসপাতালে। হাসপাতালের ছোট ছোট রোগীদের মুখে হাসি ফোটাতে নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করলেন এই তারকা। শুধু তাই নয়, তিনি নিজের পরিচয় যেভাবে দিলেন, তা দেখে আবেগ ধরে রাখতে পারছেন না ভক্তরা।
পিপলের প্রতিবেদন থেকে জানা যায়, ফ্লোরিডার জো ডিমাজিও চিলড্রেনস হাসপাতাল-এ শুক্রবার (১৩ জুন) হঠাৎ হাজির হন টেইলর। হাসপাতালটির ইনস্টাগ্রাম পেজে ধন্যবাদ জানিয়ে লেখা হয়, "আপনি আমাদের এমন একটি দিন উপহার দিয়েছেন যা আমরা কখনোই ভুলবো না। ধন্যবাদ টেইলর সুইফট। আপনার উপস্থিতিতে আমাদের করিডোরগুলো ভরে উঠেছিল আনন্দ আর সংযোগে। এই জাদু দীর্ঘদিন আমাদের হৃদয়ে থাকবে।"
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে দেখা যায়, টেইলর ছোট রোগীদের সঙ্গে সময় কাটাচ্ছেন, সেলফি তুলছেন, কথা বলছেন। একটি ভিডিওতে দেখা যায়, এক ছোট্ট মেয়ে অবাক চোখে তাকিয়ে আছে টেইলরের দিকে—আর তিনি মৃদু হেসে বলছেন, "হাই, আমি টেলর।" এমন সরলতায় মুগ্ধ সবাই।
আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি বাচ্চা ছেলেকে টেইলর বলছেন, "তোমার রুমটা সবচেয়ে কুল!" তিনি প্রতিটি রোগী ও পরিবারের সদস্যদের সঙ্গে হাত মেলাচ্ছেন, কথা বলছেন, তাদের কষ্ট অনুভব করছেন।
ভক্তদের অনেকেই জানিয়েছেন, টেইলরের এই সরলতা ও বিনয় তাদের মুগ্ধ করেছে। এক জন লিখেছেন, "সে এমনভাবে নিজের নাম বলছে, যেন কেউ তাকে চেনে না! এটা এতই সুন্দর!" আরেকজন লিখেছেন, "আসলে কান্না আসছে। রোগী, পরিবার আর হাসপাতাল কর্মীদের জন্য কত অসাধারণ মুহূর্ত!"
Comments