অবৈধ নির্মাণের অভিযোগে মিঠুন চক্রবর্তী আইনি ঝামেলায়

বহুতল ভবনের নিচতলা অবৈধভাবে সংস্কার করায় আইনি ঝামেলায় পড়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। মুম্বাইয়ের মাধ এলাকার ইরাঙ্গেল গ্রামে অবস্থিত তার বাড়িটি নিয়ে সম্প্রতি ওঠা অভিযোগের ভিত্তিতে তাকে শোকজ নোটিশ পাঠিয়েছে কতৃপক্ষ।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে, মুম্বাইয়ের মাধ এলাকায় একাধিক অবৈধ নির্মাণ চিহ্নিত করেছে প্রশাসন, যার মধ্যে মিঠুনের বাড়িটিও রয়েছে। অভিযোগ অনুযায়ী, বাড়িটির নিচতলা নির্মাণে ইট, কাঠ এবং কাঁচ ব্যবহার করা হলেও, এর জন্য প্রশাসনের কোনো অনুমতি নেয়া হয়নি। ফলে এটি বেআইনি হিসেবে বিবেচিত হচ্ছে।
সাত দিনের মধ্যে নোটিশের উপযুক্ত জবাব না পেলে অভিনেতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে অবৈধ অংশ ভেঙে ফেলা হতে পারে কিংবা মোটা অঙ্কের জরিমানা ও কারাদণ্ডের মুখে পড়তে পারেন মিঠুন। ১৯৮৮ সালের কর্পোরেশন আইনের ৩৩৭, ৩৪২ এবং ৩৪৭ ধারায় মিঠুনের বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে।
উল্লেখ্য, এটাই প্রথম নয়, এর আগেও রাজনৈতিক মঞ্চে উসকানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার তিনি প্রশাসনিকভাবে আরও বড় এক ঝুঁকির মুখে পড়লেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
Comments