ঈদের সিনেমা কয়টি? কে এগিয়ে...শাকিব, সিয়াম নাকি নিশো

বিগ বিগ বাজেটের সিনেমাগুলো সারা বছর বসে থাকে বছরের দুই ঈদকে টার্গেট করেই। এতে করে বছরের বেশিরভাগ সময় হলগুলো দর্শক শূন্যতায় ভুগলেও ঈদ এলেই সিনেমা মুক্তির হিড়িক লেগে যায়। যেখানে বর্তমানে পঞ্চাশের নিচে সিনেমা হল; সেখানে প্রতি ঈদে মুক্তি পায় প্রায় এক ডজন সিনেমাও।
সে ধারাবাহিকতায় এবার ঈদুল ফিতরেও সবমিলিয়ে হাফ-ডজন সিনেমা ইতিমধ্যেই মুক্তির মিছিলে যোগ দিয়েছে। এরমধ্যে কিছু সিনেমা ঈদকে ঘিরেই নির্মাণ করা হয়েছে, আর কিছু পূর্ব ঘোষণা দেয়া। বিগ বাজেটের হওয়ায় গত বছরে আলোচিত কিছু সিনেমাও এবার মুক্তির প্রচারণায় যোগ দিয়েছে।
এবারের ঈদে আলোচনায় থাকা প্রথম সিনেমাটি হচ্ছে শাকিব খানের 'বরবাদ'। গত বছর অক্টোবরে সিনেমার চিত্রধারণ শুরু হলেও ঈদে মুক্তির ঘোষণা আসে ডিসেম্বরে। টিজার মুক্তি পাবার পর দর্শকদের উত্তেজনা ও আগ্রহ আরও বাড়িয়ে দেয় সিনেমাটি। অ্যাকশনে ভরপুর এ রোমান্টিক সিনেমা দিয়ে আবারো শাকিবের নায়িকা হয়ে আসছেন ওপার বাংলার ইধিকা পাল। প্রিয়তমা সিনেমার পর এ সফল জুটিকে আবারো পর্দায় আনছেন পরিচালক মেহেদী হাসান। ঈদে শাকিব খানের একমাত্র সিনেমা বরবাদ; তাই প্রত্যাশার পারদও আকাশ ছুঁয়েছে।
গত বছর মুক্তির মিছিলে থাকা সিয়াম অভিনীত একমাত্র সিনেমা 'জংলি' এবারও ঈদুল ফিতরে মুক্তির মিছেলে যোগ দিয়েছে। এম রাহিম পরিচালিত এ সিনেমাতে আবারো জুটি হয়ে আসছেন সিয়াম ও বুবলী। সিনেমায় সিয়ামের সাথে আরো থাকছেন দীঘি।
১১ ফেব্রুয়ারি সিনেমার প্রথম গান 'জনম জনম' প্রকাশ পায়। সেবার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও ১৩ মার্চ 'জংলি' সিনেমার প্রথম ঝলকে এক অচেনা সিয়ামকে দেখে নড়েচড়ে বসেন ভক্তরা। আলোচনাও বাড়তে থাকে।
অন্যদিকে সিনেমার শুটিং শুরুর সময় থেকে একের পর এক চমক দেখিয়েছে শিহাব শাহিন পরিচালিত ও আফরান নিশো অভিনীত 'দাগি' সিনেমাটি। অপরাধজগতে জড়ানোর গল্প নিয়ে সিনেমা 'দাগি'। সিনেমাটি নিয়ে 'সুড়ঙ্গ'র পরে আবারো বড় পর্দায় দর্শকদের সামনে আসছেন নিশো। আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এর এ সিনেমাতে নিশোর সাথে এবারও থাকছেন তমা মির্জা। ১১ মার্চ সিনেমার প্রথম ঝলক প্রকাশ পায়।
-'জেলের দাগ একবার যার লাগছে সেই দাগী সারাটাজীবন'- এভাবেই এ সিনেমাতে অন্ধকার জীবনে জড়িয়ে পড়ে নিশো।
ঈদ সিনেমার তালিকায় চার নম্বর সিনেমাটি হলো 'চক্কর ৩০২'। মোশাররফ করিম অভিনীত এই সিনেমাটি ইতিমধ্যেই মুক্তির আলোচনায় চলে এসেছে। পরিচালক শরাফ আহমেদ জীবনকে বেধে একটি প্রমোশনাল ভিডিওতে ঈদে মুক্তির খবর নিজেই জানান মোশাররফ করিম। সিনেমাতে আবারো পুলিশ হয়ে ফিরছেন তিনি।
সরকারি অনুদানের 'চক্কর ৩০২' সিনেমার টিজারে দেখা মিলেছে একঝাঁক তারকা শিল্পীর। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিন, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার, রওনক জাহান, রিকিতা শিমুসহ অনেকে।
এবারের ঈদে আবারো আসছে আদর আজাদ ও বুবলী জুটির নতুন সিনেমা 'পিনিক'। সিনেমার প্রথম ঝলকেই চমক ছিল বুবলীর খাঁচার মধ্যে বন্দি ছবিটি। অ্যাকশন থ্রিলার এ সিনেমার পরিচালক জাহি জুয়েল। ২০ মার্চ বুধবার প্রকাশ পাবে এ সিনেমার ট্রেইলার।
এবারের ঈদেও থাকছে জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা। তাদের এবারের প্রজেক্ট 'জ্বীন-৩'। জ্বীন ১ ও ২ এর ধারাবাহিকতায় এবার আসছে ভৌতিক ঘরানার এ সিনেমার ৩য় কিস্তি। সিনেমায় অভিনয় করেছেন আবদুন নূর সজল। এর আগে জ্বীন সিনেমার প্রথম কিস্তিতে তাকে দেখা গিয়েছিল। সিনেমায় সজলের নায়িকা হয়ে আসছেন নুসরাত ফারিয়া। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।
যদিও আনুষ্ঠানিকভাবে ঈদে মুক্তির জন্য এখনো কোন সিনেমা প্রযোজক ও পরিবেশন সমিতি থেকে শিডিউলের জন্য আবেদন করেনি। তারপরও এই ছয়টি সিনেমা মুক্তির জোর প্রক্রিয়া চলছে। শেষ নাগাদ আরো তিনটা সিনেমা যোগ হতে পারে।
তবে অপেক্ষায় থাকা বরবাদ, 'দাগি', 'জংলি'র দিকেই বেশিরভাগ দর্শক তাকিয়ে থাকবেন। ঈদে ভিন্ন মাত্রা ছড়াতে পারে 'চক্কর ৩০২'। এছাড়া 'জ্বীন-৩' ও 'পিনিক' সহ বাকি সিনেমাগুলোকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।
Comments