সমালোচনার মুখে মাইকেল জ্যাকসনের মেয়ে

মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন সম্প্রতি আলোচনায় এসেছেন খোলামেলা পোশাকের জন্য। আন্তর্জাতিক ফ্যাশন শো'তে এসে বিতর্কের মুখে পড়লে তিনি তার যুক্ত দেখিয়েছেন।
বিতর্কের মুখে পড়লে মাইকেলকন্যা বলেন, 'পোশাক নিয়ে প্রত্যেকের মতামত ভিন্ন। আমি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। সকলেই নিজের মতো প্রতিক্রিয়া দিতে পারেন। আমি বুঝতে পারছি না এই বিষয়টি নিয়ে এত আলোচনা কেন?'
'এটা কোনও বড় কথা নয়। পশুরা পোশাক পরে না। মানুষেরও পশুর মতোই শরীর রয়েছে। তাই তা বড় করে দেখার নেই। এর থেকে পৃথিবীতে আরও নানা বড় কাজ রয়েছে।'
প্রসঙ্গত, পপ সম্রাট মাইকেল জ্যাকসন। মঞ্চে যখন অবতীর্ণ হতেন, অবাক হয়ে বিশ্ব তাকিয়ে থাকত তার 'মুনওয়াক'-এর দিকে। প্রায় একদশক হতে চলেছে ইহজগতকে বিদায় জানিয়েছেন তিনি।
Comments