গোবিন্দর বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন আইনজীবী

বলিউডের অন্দরে অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে। দাম্পত্য জীবনে দীর্ঘ ৩৭ বছরের পথচলা গোবিন্দ ও সুনীতা আহুজার। সুনীতার বয়স যখন ১৮ তখন গোবিন্দর গলায় মালা দিয়েছেলেন তিনি।
দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন তারা। কিন্তু, এখন নাকি তারা আর এক ঘরে থাকেন না- এমনটিই অভিযোগ ছিল স্ত্রীর। শোনা যাচ্ছে, পুরোপুরি ভাঙতে চলেছে গোবিন্দ-সুনীতার সংসার!
এবার এ বিষয়ে মুখ খুললেন তাদের আইনজীবী। তিনি জানান, সুনীতা মাস ছয়েক আগে বিচ্ছেদ চেয়ে আবেদন জানিয়েছিলেন।
আইনজীবী ললিত বিন্দালের কথায়, 'আসলে দম্পতিদের মধ্যে এমনটা হয়েই থাকে। যদিও নতুন বছরে আমরা সকলে নেপালের পশুপতিনাথ মন্দিরে যাই। তাদের মধ্যে এখন সব ঠিকঠাক আছে। তারা একসঙ্গে ছিলেন আর থাকবেন।
সুনীতার ম্যানেজারও তাদের বিবাহবিচ্ছেদের খবর উড়িয়ে দিয়েছেন। গোবিন্দ নিজেও জানান, আপাতত তার কিছু ব্যবসার কাজ রয়েছে। আগামী দিনে একটি ছবির কাজেও ব্যস্ত থাকবেন তিনি। তাই অন্য কোনও দিকে নাকি মন দেয়ার সময় নেই তার।
নব্বইয়ের দশকে প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ছিলেন গোবিন্দ। তার কমেডি, রোম্যান্স এবং নাচের অসাধারণ দক্ষতায় বলিউডের সেরার কাতারে জায়গা করে নেন তিনি।
Comments