মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট দিলেন দীঘি
দীর্ঘ ১৩ বছর আগে মা অভিনেত্রী দোয়েলকে হারিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ওই সময় শিশুশিল্পী ছিলেন তিনি। আর এখন পর্দার নায়িকা। তবে এতদিন পরও মায়ের কথা স্পষ্টতই মনে রয়েছে তার। এ কারণেই মায়ের কথা মনে করে কেঁদে উঠেন এ চিত্রনায়িকা।
রোববার (২৯ ডিসেম্বর) ১৩তম মৃত্যুবার্ষিকী অভিনেত্রী দোয়েলের। এদিন মায়ের কথা স্মরণ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন মেয়ে দীঘি। তাতে মা হারানোর কষ্টের কথা ফুটে উঠেছে।
দীঘি তার স্ট্যাটাসে লিখেছেন, 'আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা। ১৩ বছর কাটিয়ে দিলাম, আরও কতটা বছর যে কাটাতে হবে! সময় কখনো থেমে থাকে না...। কিন্তু প্রতিনিয়ত তোমাকে আমি অনেক মিস করি মাম্মি।'
তিনি আরও লিখেছেন, 'এতকিছু লিখতে চাই কিন্তু দিন শেষে কিছুই লিখতে পারি না। শুধু চোখ ভিজে আসে....। অনেক অনেক বেশি তোমাকে ভালোবাসি। সবাই আমার মা'র জন্য দোয়া করবেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়নী সাগীরা।'
এদিকে দীঘির এই পোস্ট নজর কেড়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। সেখানে নেটিজেনরা তার মাকে জান্নাত বাসীর দোয়া জানিয়েছেন। অনেকে আবার সান্ত্বনা দিয়েছেন এ অভিনেত্রীকে।