নেটদুনিয়ায় ভাইরাল রণবীর-আলিয়া কন্যা
বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর কাপুর-আলিয়া ভাট। তাদের একমাত্র মেয়ে রাহা। প্রায় সময় মেয়ের সঙ্গে দেখা মিলে এই তারকা জুটির। স্টার কিড হওয়ার কারণে রাহার জনপ্রিয়তা আছে ভক্তদের মাঝে। আর এ কারণে পাপারাজ্জিরা ছুটেই ছোট্ট এই স্টারকিডের ছবি তুলতে। মেয়ের জন্মের পর তার মুখ প্রায় একবছর প্রকাশ করেননি রণবীর-আলিয়া। গতবছর বড়দিনে মেয়ে সবার সামনে আনেন তারা। সেসময় থেকেই রাহার ভক্তদের সংখ্যা বেড়েই চলেছে। একবছর পর মেয়েকে ফের পাপারাজ্জিদের সামনে দাঁড়ালেন এই তারকা দম্পতি। আর এবার নতুন আলোচনায় রাহা কাপুর।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, এই বছর সেই রাহা প্রথম বারের জন্য ক্যামেরার সামনে ঘটালো এক অবাক কাণ্ড। বড়দিন বাবার কোলে চেপে ক্যামেরার সামনে আসতেই পাপারাজ্জিদের উদ্দেশ্যে রাহা বলে উঠল 'হাই', সেই সঙ্গে ফ্লাইং কিসও দেয়।
রাহার এই ভিডিও ইনস্টাগ্রামে হয়েছে ভাইরাল। সেই ভিডিওতে দেখা গিয়েছে রণবীর, আলিয়া ও রাহা ক্রিসমাস উপলক্ষ্যে পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দিতে এসেছেন।
ভিডিওর শুরুতেই দেখা গিয়েছে মা আলিয়া গাড়ি থেকে নেমে পাপারাজ্জিদের অনুরোধ করছেন, দয়া করে কেউ চিৎকার করবেন না। রাহা ভয় পেয়ে যাবে। তারপর রাহাকে কোলে নিয়ে রণবীর গাড়ি থেকে নেমে আসেন। আর তারপরই ঘটে সেই কাণ্ড। যেখানে রাহা পাপারাজ্জিদের দেখেই জোরে একটা লম্বা 'হাই' বলে ওঠে। আর তা দেখে তার বাবা-মাও রীতিমতো অবাক হয়ে যায়। রালিয়া-কন্যার এই কাণ্ড দেখে আর নিজেদের উৎসাহ চেপে রাখতে পারেন না পাপারাজ্জিরা। তারা রীতিমতো উল্লাস প্রকাশ করে। রাহার এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল।
কিন্তু ভিডিওটি পাপারাজ্জিরা যখন রাহার নাম ধরে ডাকতে শুরু করে, তাকে ক্যামেরার দিকে তাকাতে বলে, ফ্ল্যাশের ঝলকানি শুরু হয়, তখন সবটা দেখে রাহা বেশ ঘাবড়ে যায়, সে ফটোগ্রাফারদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। তারপর রণবীর এবং আলিয়া রাহাকে নিয়ে চলে যাওয়ার সময় পাপারাজ্জিরা তাকে 'বাই' বলতে শুরু করলে জবাবে রাহা তাদের উদ্দেশ্যে হাত নাড়ে এবং তাদের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দেয়।
প্রসঙ্গত, বলিউডের অন্যতম জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর ২০২২ সালের শুরুতে ভালোবেসে বিয়ে করেন তারা। একই বছরের শেষে তাদের ঘর আলো করে আসে মেয়ে রাহা। প্রায় সময় বাবা-মায়ের সঙ্গে ছোট রাহার দেখা মিলে।