আলী যাকেরকে হারানোর তিন বছর আজ
অভিনেতা আলী যাকেরকে হারানোর তিন বছর পূর্ণ হলো আজ। ২০২০ সালের ২৭ নভেম্বর আজকের এ দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। বেতার, মঞ্চ, টেলিভিশন বা চলচ্চিত্র; অভিনয়ের সকল মাধ্যমেই ছিল তাঁর সমান বিচরণ।
'বহুব্রীহি', 'আজ রবিবার'র মতো নাটক ও 'নদীর নাম মধুমতী', 'লালসালু' চলচ্চিত্রেও ছিল তাঁর সফল পদচারণা। মঞ্চে তাঁর 'নূরলদীন' চরিত্রে অভিনয় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন আলী যাকের। বাংলাদেশের একজন সুপরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিনি।
১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিযয়নে জন্মগ্রহণ করেন আলী যাকের। তার বাবা মাহমুদ তাহের ও মা রেজিয়া তাহের। চার সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
ব্যক্তিগত জীবনে অভিনেত্রী সারা যাকেরকে বিয়ে করেন তিনি। এই তারকা দম্পতির দুই সন্তানরা হলেন পুত্র অভিনেতা ইরেশ যাকের ও কন্যা শ্রেয়া সর্বজয়া।
মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি অসংখ্য বেতার নাটকেও অভিনয় করেছেন আলী যাকের। নির্দেশক হিসেবেও সফল তিনি। মঞ্চেও অনেক নাটক নির্দেশনা দিয়েছেন তিনি। এর মধ্যে 'নূরলদীনের সারাজীবন', 'অচলায়তন', 'বাকী ইতিহাস', 'কাঁঠালবাগান', 'তৈল সংকট', 'কোপেনিকের ক্যাপ্টেন' উল্লেখযোগ্য ।
১৯৭২ সালের ফেব্রুয়ারিতে 'কবর' নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় পথচলা শুরু তাঁর। ১৯৭৩ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন আর সবশেষ নিজ নাট্যদলের হয়ে ২০১৭ সালে মঞ্চে অভিনয় করেন তিনি।
আলী যাকের- এই নামটি কেবল মঞ্চ নাটকের সফল অভিনেতা কিংবা সফল নির্দেশকের নয়। মঞ্চ নাটকের অন্যতম সফল সংগঠকও তিনি। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক, মুনীর চৌধুরী পদক, নরেণ বিশ্বাস পদক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কারসহ নানা সম্মাননা।