বিরতিহীন যাত্রায় বারী এক অনন্য পথিক
'আজ কেনো হইলে নীরব
মেলো দুটি আঁখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি
সোয়া চান পাখি
আমার সোয়া চান পাখি...'
হৃদয়স্পর্শী সুরের অনন্য কারিগর বাংলার গণমানুষের শিল্পী; সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী না থাকার সাত বছর আজ। ২০১৭ সালের ২৪ নভেম্বর পরিবার, বন্ধু-স্বজনসহ অসংখ্য ভক্ত-অনুরাগীদের কাঁদিয়ে সাড়া দেন মহাকালের ডাকে।
বাঁশির সুর আর সরল ভাষার প্রয়োগ এই দুয়ে মিলে বারী সিদ্দিকী তাঁর গানের জাদু দিয়ে বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নেন। যেটিকে তিনি নাম দিয়েছেন কাঁটা বিচ্ছেদের গান।
'আমি তোর পীরিতের মরা
অপরাধী হইলেও আমি তোর'
তাঁর পুরো নাম আবদুল বারী সিদ্দিকী। তিনি ১৯৫৪ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। শৈশবেই পরিবারের কাছে গান শেখায় হাতেখড়ি, পরে নব্বইয়ের দশকে পুনেতে গিয়ে পন্ডিত ভিজি কার্নাডের কাছে গানের তালিম শেষে দেশে ফিরে লোকগীতির সঙ্গে ধ্রুপদী সঙ্গীতের সম্মিলন ঘটান। সেখান থেকেই সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেন বারী।
১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনে যোগদান করেন তিনি। বারী সিদ্দিকী বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিচালক ও মুখ্য বাদ্যযন্ত্রশিল্পী হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৬ সালে বারী সিদ্দিকী বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফরিদা ইয়াসমিনের সঙ্গে।
১৯৯৫ সালে বিটিভির এক অনুষ্ঠানে প্রথম গান করেন বারী সিদ্দিকী। এরপরই হুমায়ূন আহমেদ তাঁকে 'শ্রাবণ মেঘের দিন' চলচ্চিত্রে গান গাইতে বলেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
'আমার গায়ে যতো দুঃখ সয়'
চলচ্চিত্রের গানে আকাশছোঁয়া জনপ্রিয়তা পাবার পরপরই বাজারে আসে তাঁর দুটি একক অ্যালবাম। একটি 'দুঃখ রইলো মনে' এবং অন্যটি 'অপরাধী হইলেও আমি তোর'।
দুটি অ্যালবামই লুফে নেন শ্রোতারা।
তিনি একাধারে সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক। লোক ও মরমী ধারার গান তাঁকে বেশি জনপ্রিয়তা এনে দেয়। একজন বংশীবাদক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে তিনি বাঁশি বাজিয়েই শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন। ১৯৯৯ সালে ফ্রান্সে ওয়ার্ল্ড ফ্লুট সম্মেলনে এই উপমহাদেশ থেকে তিনিই প্রতিনিধিত্ব করেছিলেন যা বাংলাদেশের জন্য বড় অর্জন।
সংগীতশিল্পী হলেও বারী সিদ্দিকী 'মাটির পিঞ্জিরা' নামের একটি চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেন। বারী সিদ্দিকীর জনপ্রিয় গানগুলোর মধ্যে- 'শুয়া চান পাখি', 'পূবালী বাতাসে', 'আমার গায়ে যত দুঃখ সয়', 'ওলো ভাবিজান', 'মানুষ ধরো মানুষ ভজো', 'মাটির দেহ', 'অপরাধী হলেও আমি তোর' অন্যতম।
আজ তাঁর প্রয়াণ দিবসে ঢাকা জার্নাল পরিবারের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা।