কনে দেখতে গিয়ে কাবিন হয়ে যায়ঃ তৌহিদ আফ্রিদি
নীরবতা ভেঙে বিয়ে নিয়ে এবার মুখ খুললেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। জানালেন, বিয়ে করার অনুভূতি। বেশ কিছুদিন ধরেই বিয়ে করে আলোচনায় রয়েছেন আলোচিত এ কন্টেন্ট ক্রিয়েটর। নিজের বিয়ের খবর দেখেছেন বিভিন্ন সংবাদমাধ্যমে। এ বিষয়ে নিজের অনুভূতি জানাতে এবার মুখ খুলেছেন আফ্রিদি।
সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, কনে দেখতে গিয়ে কাবিন হয়ে যায়। কার, কখন, কোথায়, কীভাবে বিয়ে হবে, এখানে কারও হাত নেই।
তিনি আরও বলেন, বিয়ের পর ভেবেছিলাম বাসায় যাব। তারপর সবাইকে বিয়ের খবর জানাবো। কিন্তু সে সময় পেলাম না। আমার আগেই বিয়ের ছবি অনেকে আপলোড করে দিয়েছে।
একটু ক্ষোভ প্রকাশ করেই আফ্রিদি বলেন, সে ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়ে, সংবাদমাধ্যমে খবরও প্রকাশ হয়ে যায়। আমি গাড়িতে বসেই শুনি, গোপনে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি।
নিজের বিয়ে প্রসঙ্গে মন্তব্য করে আফ্রিদি বলেন, আরে, বিয়ে তো আমি গোপনে করিনি। পারিবারিক আয়োজনেই কাবিন সম্পন্ন হয়েছে। দুই পরিবারের সদস্যরাই কাবিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল। বিয়ের ছবি আমার আগেই অন্যরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়।
নিজের বিয়ের অনুভূতি প্রকাশ করে এ কন্টেন্ট ক্রিয়েটর বলেন, বিয়ের পুরো আয়োজন ঘরোয়াভাবে হয়েছিল। আসলে জন্ম, মৃত্যু, বিয়ে-এটা সম্পূর্ণ মহান আল্লাহ তায়ালাই লিখে রাখেন।
প্রসঙ্গত, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে অনেকটা লোকচক্ষুর আড়ালে তৌহিদ আফ্রিদি। এরমধ্যে তার বিয়ের ছবি প্রকাশ্যে এলে আবারও আলোচনায় আসেন তিনি। টিকটকার রাইসার বোন রামিসাকে বিয়ে করেছেন আলোচিত এ কন্টেন্ট ক্রিয়েটর।