সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৌহিদ আফ্রিদির বিয়ের একাধিক ছবি
দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে তেমনটা দেখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায়। হাসিনা সরকার পতনের পর তিনি এক অর্থে লোকচক্ষুর বাইরেই রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনও জিইয়ে রয়েছে মিডিয়া পাড়ায়। এরই মধ্যে তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির একাধিক বিয়ের ছবি। বিয়ে করেছেন টিকটকার রাইসাকে। এত দিন রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন তিনি।
তবে সেই রাইসার সঙ্গেই আত্মগোপনে থাকা আফ্রিদির বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলো কবের বা কবে বিয়ে হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় নি। এ ব্যাপারে আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও উত্তর পাওয়া যায়নি।
এ বিষয়ে আফ্রিদির ঘনিষ্ঠমহলের বরাতে জানা গেছে, আফ্রিদির নামে বর্তমানে মামলা রয়েছে, এছাড়াও সরকার পতনের পর বিতর্কিত বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বিয়ের বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন তিনি। যে কারণে বিয়ের পুরো আয়োজনটি ঘরোয়াভাবেই সম্পন্ন হয়েছে। যেখানে আত্মীয়স্বজন বাদে কাউকে রাখা হয়নি।
বিয়ের ছবি ছাড়া কিছু ভিডিও দেখা গেছে, হাতে মেহেদি দিয়ে আফ্রিদির নাম লিখেছেন তার স্ত্রী রাইসা। অপর একটি ভিডিওতে দেখা গেছে, কবুল বলার মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়ছেন তিনি।
এছাড়াও পারিবারিক আয়োজনে বিয়েতে আফ্রিদি-রাইসাকে একাধিক ফ্রেমে দেখা মিলেছে। যেখানে শুধু দুজনের পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।
এদিকে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন তৌহিদ আফ্রিদি। এরপর সেপ্টেম্বরে আফ্রিদি ও তার বাবা মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় যাত্রাবাড়ী থানায়।