দীর্ঘদিন পর দেশে ফিরলেন বেবী নাজনীন
দীর্ঘ ৮ বছর আমেরিকায় প্রবাস জীবন কাটানোর পর এবার দেশে ফিরেছেন 'ব্লাক ডায়মন্ড' খ্যাত সংগীত তারকা এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সংগীতশিল্পী বেবী নাজনীন।
আজ রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তিনি জুলাইয়ের ছাত্র-আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। পতন হয়েছে বাংলাদেশের বুকে চেপে বসা স্বৈরশাসক শেখ হাসিনার।
দেশের মাটিতে দাঁড়িয়ে তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর পর স্বাধীনভাবে শ্বাস নিতে এবং কথা বলতে পারছে বাংলাদেশের মানুষ। আমাদের মনে রাখতে হবে, যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল ছাত্র-জনতা, তাদের সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে।
বেবী নাজনীন বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারে প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তি রয়েছেন, এতে আমরা আশাবাদী হতেই পারি। তবে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেওয়ার দাবি জানাই।'
ক্যারিয়ার জীবনে অসংখ্য গান ভক্তদের উপহার দিয়েছেন তিনি। সংগীত জীবনের পাশাপাশি পা রাখেন রাজনীতির মাঠেও। কিন্তু রাজনীতির এ পথই রুখে দেয় শিল্পী বেবী নাজনীনের পথ।
দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলের শুরুতে নানাভাবে বাধাগ্রস্ত হতে শুরু করেন তিনি। যে কারণে দেশ ছেড়ে বেবী পাড়ি জমান আমেরিকায়।
প্রসঙ্গত, সাড়ে চার দশকের ক্যারিয়ার জীবনে বেবী নাজনীন গান গেয়েছেন অর্ধশতাধিক একক ও অসংখ্য দ্বৈত অ্যালবামে। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে কাল সারারাত ছিল স্বপনেরও রাত, দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, বন্ধু তুমি কই রে, সারা বাংলায় খুঁজি তোমারে, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল ইত্যাদি।