তিনটি গরু ক্রয় করলেই ওমরাহ হজ ফ্রি

কয়েকদিন পরেই ঈদুল আজহার উৎসব। পবিত্র ঈদুল আযহায় এবারে পটুয়াখালীর হাট কাঁপাবে রাঙ্গা দুদু, কালা পাহাড় ও রাজা মানিক। তবে রাঙ্গা দুদু, কালা পাহাড় ও রাজা মানিক একসাথে কেউ ক্রয় করলে তাকে ফ্রিতে ওমরা হজ করানোর ঘোষণা দিলেন গরুর মালিক মুফতি হাবিবুর রহমান মিসবাহ্।
খামারিদের চলছে শেষ মহূর্তের প্রস্তুতি। সর্বদা নজরদারি রাখছে গরুর প্রতি। কোরবানির জন্য প্রস্তুতকৃত গরু পরম মমতায় পরিচর্যা করেছেন খামারিরা। পানি, ঘাস খাওয়াতে ব্যস্ত সময় পার করছে পটুয়াখালীর খামারিরা।
স্থানীয় পশু ডাক্তারের পরামর্শ নিচ্ছে সার্বক্ষণিক। যাহাতে সুস্থ ও স্বাস্থ্যবানের পাশাপাশি রোগ বালাইমুক্ত থাকে গরুগুলো। গরুর মালিক মুফতি হাবীবুর রহমান মেসবাহ শখ করে তার পোষা প্রাণী গরুগুলোর নাম রেখেছে রাঙ্গা দুদু, কালা পাহাড় ও রাজা মানিক। রাঙা দুদুর বয়স প্রায় ৩ বছরের কাছাকাছি এ সময়ের মধ্যেই রাঙা দুদুর ওজন হয়েছে প্রায় ২০ মনের কাছাকাছি। তিনি দাম হাঁকিয়েছেন ১৬ লক্ষ টাকা, কালা পাহাড়ের বয়সও একই তবে রাঙা দুদুর থেকে কালা পাহাড়ের গায়ে মাংশ পরিমাণ একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তিনি এটিরও দাম হাকিয়েছেন ১৬ লক্ষ টাকা। রাজা মানিকের বয়স কম হওয়ায় এটির ওজন ১৫'মনের কাছাকাছি তাই তিনি দাম হাঁকিয়েছেন ১২ লাখ।
মালিক গরুর মোট দাম হাঁকিয়েছেন ৪৪ লক্ষ টাকা। তিনটি গরু একসাথে কেউ ক্রয় করলে তার জন্য পুরস্কার ঘোষণা করেন গুরুর মালিক।
এ বিষয়ে গরুগুলো দেখভালের দায়িত্বে থাকা শাহিন বলেন, প্রতিদিন গরুগুলোকে নিজ হাতে বানানো সাইলেজ, ঘাস, খড় খাওয়াই, দিনে ৩ বার গোসল করাই।
কুয়াকাটার তুলাতলিতে অবস্থিত ৩১৩ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মুফতি হাবীবুর রহমান মেসবাহ বলেন, আমাদের ফার্মের অধিকাংশ ষাঁড়গুলো শাহীওয়াল ও ফিজিয়ান জাতের। এবারে তিনটি ষাঁড় কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।
জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানিয়েছেন, খামারিদের দেশীয় পদ্ধতিতে পশু পালনে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। খামারিরা যেনো কোন অসৎ উপায় অবলম্বন না করে সেদিকে আমরা তৎপর রয়েছি।এবছর জেলায় ১০ হাজার খামারে ১ লক্ষ ৩৩ হাজার গরু-মহিষ ও ছাগল কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।
Comments