বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

নাটোরের বড়াইগ্রামে জোনাইল ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্দ্যোগে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নাটোর-০২ আসনের ২০০৮ ও ২০১৮ সালের বিএনপি'র মনোনীত এমপি প্রার্থী, নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি সহ নাটোরের ত্যাগী নেতাকর্মীদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি জোনাইল বাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জোনাইল বাজারে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসিম উদ্দিন নাসিম,জোনাইল ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সহ জোনাইল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুল ও তার তার সহধর্মী সাবিনা ইয়াসমিন ছবিকে নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন তাদের বিচারের দাবী জানান।বক্তারা আরো বলেন ত্যাগী ও জনপ্রিয় নেতা কর্মিদের সম্মান রক্ষায় বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
Comments