খুলনা ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা নামক স্থানে মহেন্দ্র ও জ্বালানী তেলবাহি লড়ির মখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬জন। শনিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কয়রা উপজেলার এক মসজিদের ইমাম হাফেজ মঈনুল ইসলাম, তার সঙ্গী আ. রশিদ ও মহেন্দ্রর ড্রাইভার রফিকুল ইসলাম।
ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রন কক্ষের দায়িত্বে থাকা কর্মকতা শাহা জামাল জানান, খুলনার কয়রা উপজেলা থেকে ছেড়ে আসা মহেন্দ্র ও খুলনা থেকে ছেড়ে আসা জ্বালানী তেলবাহি লড়ির সাথে ডুমুরিয়া উপজেলার গোলনা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ১জন মারা যান। আহত হন আরও ৭জন। গুরুত্বর অবস্থায় আহতদের হাসপাতালে নেয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, থানার গোলনা নামক স্থানে থ্রি হুইলার ও ট্যাঙ্ক লড়ির মুখোমুখি সংঘর্ষে মোট তিনজন মারা গেছেন। নিহতদের গ্রামের বাড়ি কয়রায় উপজেলায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস এবং পুলিশ কাজ শুরু করে।
Comments