কালীগঞ্জে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার (৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার বাদেডিহি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, যশোর জেলার চৌগাছা উপজেলার বাগপাড়া গ্রামের মৃত আমজেদ হোসেনের ছেলে আবু জেহেল বাবু (৫৪) ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে সোহাগ হোসেন (৩৬)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুই ব্যক্তি মাদকদ্রব্যসহ বাদেডিহি গ্রামে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল বাদেডিহি গ্রামের সালাউদ্দিনের বাড়ির পাশ থেকে মাদক ব্যবসায়ী আবু জেহেল বাবু ও সোহাগ হোসেনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Comments