কলাপাড়ায় খাল থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জীন খালে লাশটি ভেসে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা খালের পাশে ময়লা ফেলতে গেলে তারা নারীর লাশটি পানিতে ভাসতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। পরে কলাপাড়া থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
লাশটি প্রায় ৩৫ বছর বয়সী এক নারীর বলে ধারণা করছে পুলিশ। তার পরনে ছিল লাল ও খয়েরি রঙের মেক্সি। তবে দীর্ঘসময় পানিতে থাকায় লাশটি বিকৃত হয়ে গেছে এবং শরীরের বিভিন্ন অংশ পোকায় খেয়ে ফেলায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের মতে, খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ থাকায় কেউ হয়তো পরিকল্পিতভাবে ওই নারীকে হত্যা করে এখানে ফেলে গেছে। মরদেহে পচন ধরায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং সেটির উৎস খুঁজতে গিয়েই লাশের সন্ধান মেলে।
কলাপাড়া থানার অফিসার (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, "ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে এই নারী, কীভাবে বা কেন তাকে হত্যা করা হলো—তা ঘিরে রহস্য তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।
Comments