উল্লাপাড়ায় আপন ভাই-ভাতিজা দ্বারা অপরহরণ চেষ্টা; আটক ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আপন ভাই ভাতিজা দ্বারা অপহরণ চেষ্টার ঘটনায় ৩ অপহরণকারীকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
গত রবিবার রাত সাড়ে ৮ টার দিকে উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা পারকুল বাজার এলাকায় এই অপহরণের চেষ্টার ঘটনা ঘটে। গয়হাট্টা পারকুল গ্রামের মৃত মোক্তার আলী খন্দকারের ছেলে সিদ্দিকুল ইসলাম তোতা (৪০) স্থানীয় বাজারে মুদির দোকানে চা পান করার সময় ভুক্তভোগীর আপন ভাই, ভাতিজা ও তার বন্ধুসহ মোট ৪জন ডেকে নিয়ে মারধর করে জোর পূর্বক প্রাইভেট কারে উঠায়।
এসময় ভুক্তভোগী সিদ্দিকুল ইসলাম তোতার চিতকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে, প্রাইভেট কারসহ ৪ অপহরণকারীকে অবরুদ্ধ করলে একজন অপহরণকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয় জনতা ৯৯৯ কল দিলে ঘটনাস্থালে উল্লাপাড়া মডেল থানা পুলিশ এসে ৩ অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমা গাতী ইউনিয়নের গয়হাট্রা পারকুল গ্রামের মো.আসাব আলী ওরফে বুদ্দু খন্দকারের ছেলে মো. আলহাজ্ব খন্দকার (৪০), বগুড়া জেলার ধুনট থানার জোড় শিমুল গ্রামের মো. মাহবুব সরকারের ছেলে মো.জিহাদ সরকার (২৫) ও উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার দক্ষিণ পুস্থিগাছা গ্রামের মৃত. আবু তাহেরের ছেলে মো. ফারুক আহমেদ(২৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাকিবুল হাসান বলেন, ৯৯৯ কল পেয়ে পুলিশ পাঠিয়ে ৩ জন অপহরণকারীকে আটক করে আজ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Comments