ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোটরসাইকেল চোরকে গণধোলাই

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক মোটর সাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার বিকেলে পৌর শহরের পশ্চিম চৌরাস্তা রেল গেট এলাকা থেকে তাকে আটক করে।
জানা গেছে, আটককৃত চোর জেলার রাণীশংকৈল উপজেলার রওশন পুর গ্রামের আব্দুল বাসেদের ছেলে ইয়াকুব আলী।
স্থানীয়রা জানায়, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার জয়নন্দ এলাকা থেকে একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরি করে পালিয়ে আসলে মোটরসাইকেলের মালিক পিছন থেকে ধাওয়া করলে গাড়ীর গতি ব্যাগ সামলাতে না পেরে পীরগঞ্জ উপজেলার রেল গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় পড়ে।
এ সময় মোটরসাইকেলের মালিক ও স্থানীয় জনতা ধরে তাকে গণধোলাই দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Comments