জামালপুরে ডিপ্লোমা নার্সদের স্নাতক সমমান চেয়ে মানববন্ধন

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে জামালপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) জামালপুর জেলা শাখার উদ্যোগে আজ দুপুরে শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাস্টার চত্বরে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী জয়নাল আবেদীন সোহান, লাবলু হোসাইন, ইব্রাহিম হোসাই, মো. তাওহীদ, শাহনাজ পারভীন।
অবিলম্বে তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে শিক্ষার্থী।
Comments