ফেনীতে গভীর-অগভীর প্রায় ১ লাখ নলকূপে উঠছে না পানি

ভূগর্ভে পানির স্তর নিচে নেমে যাওয়ায়, ফেনীতে পানির জন্য হাহাকার। গভীর-অগভীর প্রায় ১ লাখ নলকূপে পানি ওঠছে না। অকেজো হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টানা কয়েক মাস অনাবৃষ্টির ফলে এই অবস্থা সৃষ্টি হয়েছে।
প্রচণ্ড দাবদাহ আর অনাবৃষ্টির কারণে পানিশূন্য হয়ে পড়েছে ফেনীর বেশকটি উপজেলা। এসব উপজেলার নলকূপ, পুকুর-খাল, বিলসহ কোথাও নেই পর্যাপ্ত পানি। প্রচণ্ড খরতাপে চারিদিকে যেন ধু-ধু মরুভূমি।
জেলার দাগনভূঞা, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় গভীর ও অগভীর অর্ধেকেরও বেশি নলকূপ অকেজো হয়ে পড়েছে। এসব নলকূপের একটিতেও মিলছে না সুপেয় পানি। তাই খাবার পানি ও রান্নাবান্নার পানি সংগ্রহে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দূর দূরান্তের জলাশয় থেকে পানি সংগ্রহ করে সেগুলো রান্না-বান্নাসহ বিভিন্ন কাজে ব্যবহার করছে। শুধু এই বাড়ি নয় আশপাশের অধিকাংশ বাড়ির নলকূপে মিলছে না সুপেয় পানি। যার ফলে সুপেয় পানি, রান্না-বান্না ও দৈনন্দিন কাজে ব্যবহারের পানি নিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।
অন্যদিকে কোথাও কোথাও গভীর নলকূপ থাকলেও বছরের পর বছর নষ্ট, অকেজো। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ সংকট তীব্র আকার ধারণ করেছে। বর্তমান সরকার যদি বিকল্প ব্যবস্থা করে সমস্যার সমাধান করে তবে জনগণ উপকৃত হবে।
অনাবৃষ্টির পাশাপাশি গরমের তীব্রতা বাড়ায় ভূগর্ভের স্তর নেমে গেছে। ফলে গভীর নলকূপেও পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় পানি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী প্রকৌশলী মো. শফিউল হক।
জেলার ৬ উপজেলায় ১৮ লাখ বাসিন্দাদের মধ্যে আছে দেড় লাখ নলকূপ। এর মধ্যে সরকারিভাবে বসানো হয়েছে ২০ শতাংশ সাধারণ ও গভীর নলকূপ। দেড় লাখের মধ্যে প্রায় একলাখ নলকূপের এমন সমস্যা রয়েছে।
Comments