মোংলায় অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

বাগেরহাটের মোংলায় ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড় থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) সকাল ৮টার দিকে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীর পাড়ে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান এলাকাবাসী। বিষয়টি তাৎক্ষণিকভাবে নৌ পুলিশকে জানানো হলে, মোংলা নৌ থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, "লাশটি অর্ধগলিত হওয়ায় এখনো সঠিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তেই স্পষ্ট হবে।"

তিনি আরও বলেন, "লাশটি কোথা থেকে এসেছে, এটি নিখোঁজ কোনো নারী কি না কিংবা কোনো অপরাধের শিকার হয়েছে কি না, তা তদন্তসাপেক্ষে বলা যাবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং লাশের পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। পুলিশ আশা করছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং সম্ভাব্য স্বজনদের খোঁজ মিললেই ঘটনার রহস্য উদঘাটন করা যাবে।
Comments