গাংনীতে ভিজিএফ-এর চাল কম দেওয়ার অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় ঈদ উপহার হিসেবে বরাদ্দ করা চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ট্যাগ অফিসারের বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
সরকার ৪,৮৪৯ জন উপকারভোগীর জন্য ১০ কেজি করে মোট ৪৮.৪৯০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। কিন্তু বাস্তবে উপকারভোগীদের ১০ কেজির পরিবর্তে সাড়ে ৮ কেজি করে চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
চাল নিতে আসা মাসুরা খাতুন বলেন, চেয়ারম্যান, মেম্বার ও স্যাররা মিলে চাল কম দিচ্ছেন। কিছু বললেই হুমকি দেন, আগামীতে আর চাল দেবেন না।
আরেক ভুক্তভোগী সোহেল জানান, সরকার যখন আমাদের ১০ কেজি চাল বরাদ্দ দিয়েছে, তখন চেয়ারম্যান-মেম্বাররা কেন কম দেবেন? আমরা এর সঠিক বিচার চাই।
চাল বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও গাংনী উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ বলেন, আমি যাওয়ার আগে অনেক পরিবারকে সাড়ে ৮ কেজি চাল দেওয়া হয়েছে। পরে কড়া নির্দেশনা দেওয়ার পর সঠিক ওজনে বিতরণ নিশ্চিত করা হয়েছে। এখন আর কেউ কম চাল পাচ্ছেন না।
এ বিষয়ে তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওহাব উদ্দিন বলেন, "উপকারভোগীদের সাড়ে ৯ কেজি করে চাল দেওয়া হচ্ছে। কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা ভিডিও ছড়িয়েছে।"
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, উপকারভোগীদের ১০ কেজির কম চাল দেওয়ার সুযোগ নেই। যদি কেউ কম দিয়ে থাকে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Comments