ভাগ্যের পরিবর্তনের জন্য কোরআনের আইন দরকার: রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কোন জনপদের মানুষ যদি তাকওয়া অর্জন করে তাহলে আল্লাহ তাআলা সেই এলাকায় রহমত ও বরকতে ভরপুর করে দেন। যারা তাকওয়া অর্জন করবেন আল্লাহ তাআলা তার সকল সমস্যার সমাধান করবেন। কোরআন নাযিলের কারণেই রমজান মাসের অনেক মর্যাদা। সারা দুনিয়ায় মানুষের জন্য এই কোরআন হল পথ প্রদর্শক। সমাজ, রাস্ট্র, রাজনীতি, অর্থনীতি, পররাস্ট্রনীতি কিভাবে চলবে তার দিকনির্দেশনা পবিত্র আল- কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। সমস্ত মানব জাতির হেদায়েতের পথ হলো আল কোরআন। পবিত্র কোরআনের পথে চললেই এই দেশের উন্নতি হবে।
বৃহস্পতিবার (২০ মার্চ ) বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চক্রোশী ইউনিয়ন শাখার উদ্যোগে সলপ স্টেশন মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শামীম রেজার সভাপতিত্বে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, স্বাধীনতার কয়েক যুগ পার হলেও এদেশ থেকে দুর্নীতি, চুরি,ডাকাতি, হত্যা, গুম, খুন, ও স্বজনপ্রীতি বন্ধ হয়নি। মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। জামায়াতে ইসলামীর উদ্দেশ্য এদেশকে একটি আধুনিক, মানবিক, ইসলামিক কল্যাণ রাস্ট্র গড়ে তোলা।
রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম, উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম প্রধান, ইউনিয়ন জামায়াতের সহসভাপতি - অধ্যাপক ইকবাল হাসান, লুৎফর রহমান।
Comments