নাটোরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

ফুটবল খেলার মাঠে প্রবেশকে কেন্দ্র করে নাটোরের বড়াইগ্রামে বনপাড়ায় বাস কাউন্টার ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।এলাকাবাসী জানায়, সোমবার বিকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস সংলগ্ন কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় হারোয়া গ্রাম ও কালিকাপুর গ্রামের মধ্যে ফুটবল খেলা চলছিলো। খেলা শেষে মাঠে প্রবেশ করা নিয়ে উভয় গ্রামের লোকজনের মধ্যে বিরোধ শুরু হয়।
এক পর্যায়ে হারোয়া গ্রামের লোকজন বিক্ষুদ্ধ হয়ে বনপাড়া বাইপাসে ২টি বাস কাউন্টারের চেয়ার টেবিল ভাংচুর করে। এর জেরে কালিকাপুরের লোকজন বনপাড়া বাইপাসে হরোয়া গ্রামের লোকজনের ৩টি ফলের দোকান ভাংচুর করে।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Comments