যশোরে স্বৈরাচারের আমল থেকে এখনো বে-পরোয়া পিতা পুত্র!
যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শফিউর রহমান রাথিককে পিটিয়েছে এলাকাবাসী। উপজেলার বাকপাড়ায় সোমবার বিকালে তাকে মাদক সেবনের স্থান থেকে ধরে এনে পিটিয়েছে এলাকাবাসী। পরে স্থানীয়দের মধ্যস্ততায় তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। সে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোস্তানিছুর রহমানের ছেলে।
এর আগে চৌগাছা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তানিছুর রহমান লাড্ডু ও তার ছেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শফিউর রহমান রাথিকের বিরুদ্ধে জমি দখল, জোরপূর্বক অন্যের জমি থেকে মাটি কেটে বিক্রি করা ও মারধরের অভিযোগ রয়েছে।
স্বৈরাচার সরকারের পতনের পরও বাবা ছেলে বহাল তবিয়তে সকল অপরাধ মূলক কাজ করে আসছে, আসলে তাদের খুঁটির জোর কোথায় তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। কেউ কেউ দাবি করছেন, স্থানীয় বিএনপি নেতাদের টাকা-পয়সা দিয়ে ম্যানেজ করে মামলার বাইরে থাকছেন পিতা-পুত্র। সে জোরেই এখনো অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।