নীলফামারীতে বিএনপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নীলফামারীতে চলমান শীতবস্ত্র বিতরণ কর্মসুচির অংশ হিসেবে দ্বিতীয় দফায় কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয়ে অসহায় দরিদ্রদের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজ, সহ-সভাপতি মোক্তার হোসেন,সাধারণ সম্পাদক জহুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু, সদর উপজেলা সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান কাজল, সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) রাজু পারভেজ এ সময় উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের সার্বিক সহযোগীতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।