পবিত্র মাহে রমজান জুড়ে হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রি ও অসহায় দুস্থদের খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধন

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ৫০ হাজার অসহায় গরিব ও দুস্থ মানুষের হাতে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে রমজান মাস জুড়ে হ্রাসকৃত মূল্যে নাবিল গ্রুপের পণ্য বিক্রি কার্যক্রমও উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে রাজশাহী মহানগরের বামনশিখর খড়খড়িতে অবস্থিত নাবিল গ্রুপের আর অ্যান্ড ডি সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব মো: জাহান বকস্ মন্ডল ও ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম বলেন, রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এই মাসে ত্বাকওয়া অর্জন তথা আত্মশুদ্ধির জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। তবে অনেকে এই মাসকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসাবে নেয়। নাবিল গ্রুপ সবসময় দেশ ও মানুষের কল্যাণে ব্যবসা পরিচালনা করে। এজন্য পবিত্র রমজান মাসে দেশের অসহায় গরিব ও দুস্থদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। সেই উদ্যাগের অংশ হিসাবে পর্যায়ক্রমে অন্তত ৫০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রচলিত ব্যবসায়িক কৌশল হলো রমজানে বাজার চাহিদাকে হাতিয়ার হিসাবে নিয়ে অতিরিক্ত মুনাফা অর্জন। আমরা এ হীন অপকৌশলের বিপরীতে অবস্থান নিয়ে, পূর্ব নির্ধারিত নির্দিষ্ট মুনাফা থেকেও বাড়তি ছাড়ে পণ্য বিক্রি শুরু করেছে। ফলে গরিব অসহায়দের পাশাপাশি, নিম্ন ও মধ্যবিত্তদের জনজীবনে স্বস্তি এসেছে। নাবিল গ্রুপ দেশের মানুষের পাশে থাকতে পেরে গর্বিত। আমরা দেশ ও মানুষের কল্যাণে সবসময় নিবেদিত থাকতে চাই।
নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব মো: জাহান বকস্ মন্ডলবলেন, পবিত্র রমজান মাসে ধনী-গরিব সবার পরিবারেরই প্রাত্যহিক খরচ বেড়ে যায়। সেই দিকে লক্ষ্য রেখে গরিব অসহায়দের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে নাবিল গ্রুপ। এছাড়া হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্তসহ সকলের কম খরচে পণ্য ক্রয়ের সুযোগ করে দিয়েছে। তিনি জানান, নাবিল গ্রুপের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য বাংলাদেশের খাদ্য ও কৃষিপণ্য সরবরাহ ও প্রক্রিয়াজাতকরণে এক যুগের বেশি সময় ধরে বিশেষ ভূমিকা পালন করছে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। দেশের অন্যতম বৃহৎ এইব্য বসায়ী গ্রুপ গম, মসুর ডাল, মটর ডাল, সয়াবিনসহ বেশ কয়েকটি পণ্যের বড় আমদানিকারক। গত অর্থবছরে দেশের খাদ্যপণ্য আমদানিতে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অবস্থান ছিল চতুর্থ।
Comments