ফুটসাল’৯৮ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
গত ২৯ এবং ৩০'শে নভেম্বর ২০২৪ এ অনুষ্ঠিত হয়ে গেলো 98'SPORTING CLUB & MIRPUR 98 এর আয়োজনে এস এস সি ৯৮ ব্যাচের সবচাইতে বড় ও আকর্ষণীয় - জমকালো ফুটসাল খেলার প্রতিযোগিতা "KAAS TRADE 98-00 FUTSAL CHAMPIONSHIP 2024"। বর্ণাঢ্য এই আয়োজনে সারা বাংলাদেশ থেকে সর্বমোট ১৩ টি দল অংশগ্রহণ করে।
এই আয়োজনে চ্যাম্পিয়ন হয় GLORIUS 98 (প্রাইজমানি ৭৫০০০ টাকা), রানারআপ হয় মতিঝিল কিংস (প্রাইজমানি ৫০০০০ টাকা), সেমিফাইনাল এ উত্তীর্ণ অন্য ২টি দলের প্রতিটি দল পায় ২০০০০ টাকা করে। এছাড়াও অংশগ্রণকারী অন্য দলগুলোকে নিয়ে ছিল "প্লেট কাপ" এর আয়োজন (চ্যাম্পিয়ন রংপুর ৯৮, রানারআপ খুলনা রয়্যালস)।