তরুণ ভ্রামণিকদের ভ্রমণগদ্য এর পাঠ উন্মোচন
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2024/11/26/vromon.jpg?itok=s87jC1if×tamp=1732612356)
দেশের তরুণ ভ্রামণিকগণ পাঠ উন্মোচন করলেন ভ্রমণগদ্যের নির্বাচিত মঈনুস সুলতান, ফারুক মঈনউদ্দীন, শাকুর মজিদ সংখ্যা। বনানীর বুয়েট গ্রাজুয়েটস ক্লাবে'আহার' মিলনায়তনে আয়োজিত ভ্রমণগল্পের হেমন্তসন্ধ্যায় ভ্রমণতারুণ্য সংখ্যাটির পাঠ উন্মোচন করেন। বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত ভ্রমণলেখক ফারুক মঈনউদ্দীন ও শাকুর মজিদ এতে অতিথি হিসেবে ছিলেন।
ভ্রমণগদ্য সম্পাদক মাহমুদ হাফিজ সূচনা বক্তব্য দেন ও অনুষ্ঠান পরিচালনা করেন। মঈনুস সুলতান বিদেশে অবস্থান করায় এতে যোগ দিতে পারেননি।
ভ্রমণগদ্যে'র আয়োজনে নতুন মুখ হিসাবে অংশগ্রহণ করেন ক্ষমা মাহমুদ, আহসান রনি, সজীব মিয়া, ইকরামুল হাসান শাকিল, জাফর সাদেক, নাদিয়া নিতুল ইসলাম, সাইফুল্লাহ সাদেক, সাবিনা ইয়াসমিন মাধবী, মুশফিক রুম্মান, বিজলি প্রামাণিক বিপাশা প্রমুখ।
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2024/11/26/vromon_2.jpg?itok=BjnQzu55×tamp=1732612374)
এতে ভ্রমণগদ্যের সম্পাদকীয় পাঠ করে শোনান ভ্রামণিক কামরুল হাসান। ধন্যবাদ জ্ঞাপন করেন ভ্রামণিক আবদুর রব। প্রবাসী ভ্রামণিক রওনক আফরোজও অনুষ্ঠানে যোগ দেন।
তরুণরা দেশে বিদেশে ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতার কথা শোনাতে শুরু করলে উপস্থিত অতিথিরা মুগ্ধ হয়ে তাদের কথা শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। ভ্রমণতারুণ্য ভ্রমণ থেকে সৃষ্টির দিকেও মনোনিবেশ করবেন বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সবাই ভ্রমণগদ্যের পাঠ উন্মোচন করে বিশেষ সংখ্যাটির ভূয়সী প্রশংসা করে বলেন, তিন বিখ্যাত ভ্রমণলেখককে নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ যুক্তিযুক্ত।
Comments