বর্ষবরণে রাজধানীর কোথায় কী আয়োজন

বছর ঘুরে আবারও এলো শান্তি ও সুন্দরের বৈশাখ। শুরু হলো আরেকটি নতুন বছর। আনন্দঘন পরিবেশে রাজধানীতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ।
নতুন বছরকে বরণ করে নিতে রাজধানীর বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চলুন জেনে নেওয়া যাক, কোথায় কী আয়োজন থাকছে।
রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান
প্রতি বছরের মতো এবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনার বটমূলে শুরু হয় বাংলা নববর্ষ ১৪৩২ বরণ অনুষ্ঠান। এবারের এই অনুষ্ঠানের মূল বার্তা— 'আমার মুক্তি আলোয় আলোয়', যা প্রতিফলিত হয়েছে গান, আবৃত্তি ও পরিবেশনার প্রতিটি পরতে।
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
পহেলা বৈশাখে রাজধানীতে মূল আয়োজন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে।
প্রতিবারের মতো এবারও চারুকলার অনুষদের আয়োজনে বের হয় 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'। এই শোভাযাত্রায় অংশ নিতে ধর্ম-বর্ণ নির্বিশেষ সকল শ্রেণি পেশার মানুষ সকাল থেকেই টিএসসি ও চারুকলায় আসে। পরে তাদের নিয়ে শুরু নতুন বছরের আনন্দ শোভাযাত্রা।
সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্টে মাতবে ব্যান্ড সংগীত দল
পহেলা বৈশাখ ঘিরে আজ বিকেল ৩টা থেকে সোহরাওয়ার্দীতে শুরু হবে বৈশাখী কনসার্ট।
এতে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ, দলছুট, এভোয়েড রাফা, লালন, ভাইকিংস, স্টন ফ্রি। এ ছাড়া বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যান্ড যেমন গারোদের 'এফ মাইনর', চাকমাদের 'ইনভোকেশন', ত্রিপুরাদের 'ইমাং', মারমাদের 'চিম্বুক', ও খাসিয়াদের 'ইউনিটিরও' পরিবেশন করে নিজস্ব সংস্কৃতি ও সংগীত।
শিল্পকলা একাডেমিতে দুই দিনের সাংস্কৃতিক উৎসব
নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে গতকাল রবিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী 'নবপ্রাণ আন্দোলন'। এতে গান, নৃত্য, নাটক, আবৃত্তি ও প্রদর্শনীতে অংশ নিচ্ছেন দেশের খ্যাতনামা শিল্পীরা।
রবীন্দ্র সরোবর: সুরের ধারার ব্যতিক্রমী আয়োজন
ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সকাল ৬টা থেকে সুরের ধারা আয়োজনে পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বর্ষবরণ হয়।
এই আয়োজনে থাকে মুক্তমঞ্চে গান, কবিতা ও নাচের পরিবেশনা, সঙ্গে থাকছে বাঙালি খাবারের নানা আয়োজন।
জাতীয় সংসদ ভবন: ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পয়লা বৈশাখ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ছিল চীনা প্রযুক্তি দলের অংশগ্রহণে ব্যতিক্রমী ড্রোন শো। সন্ধ্যায় থাকবে বৈশাখী ব্যান্ড শো এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
Comments