মাইজভান্ডারী তরিকার মূল নির্যাস মানবকল্যাণ : কাদের গনি চৌধুরী
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, মাইজভান্ডারী তরিকার মূল নির্যাস মানবকল্যাণ। এ ত্বরিকা মানুষকে আলোর পথ দেখায়।
তিনি বলেন, বর্তমান বিশ্বে দেশে দেশে যুদ্ধ-সংঘাত, ধর্মবিদ্বেষ, বর্ণবৈষম্য, ইসলামোফোবিয়া, দুর্বলের ওপর সবলের অত্যাচার চরম আকার ধারণ করেছে। এ অশান্ত পরিস্থিতিতে হুযুর গাউসুল আযম হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)'র মহৎ আদর্শ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা রাখতে পারে। পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা, মানুষে মানুষে ভাতৃত্ববোধ, সমতা সৃষ্টির শিক্ষা মাইজভাণ্ডার শরীফ দিয়ে আসছে, তাই মাইজভান্ডারী দর্শনই শান্তিপূর্ণ সহাবস্থান গড়ার মূল প্রভাবক হতে পারে।
শুক্রবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির দমদমায় গাউছিয়া গনি মনজিলে পীরে কামেল হয়রত আল্লামা শাহসুফী সৈয়দ আবদুল গনি চৌধুরী (ক:) এর ৯১ তম ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন।
প্রফেসর শাহসুফি সৈয়দ সফিউল গনি চৌধুরী মাইজভাণ্ডারী (মা.জি.আ)'র সভাপতিত্বে অনুষ্ঠেয় "আল্লামা শাহসূফি সৈয়দ আবদুল গনি চৌধুরী মাইজভাণ্ডারী (ক.)'র সাহিত্য প্রতিভা ও চিন্তাদর্শন" শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ড. মো. নূরে আলম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাহজাদা সৈয়দ কাদের গনি চৌধুরী। আলোচনায় অংশ নেন ড. নিজাম উদ্দিন জামি, মাওলানা সৈয়দ মু'তাসিম বিল্লাহ, শাহসূফি সৈয়দ মামুনুর রশিদ আমিরী, শাহসূফি শেখ শহিদুল্লাহ ফারুকী, মাওলানা কাজী খালেদুর রহমান হাশেমী, মাওলানা সৈয়দ সালাউদ্দিন, অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দিন, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক মোহাম্মদ ইউনুস, অধ্যাপক মোহাম্মদ আবু তৈয়ব, অধ্যক্ষ নুরুল ইসলাম, মাওলানা আবুল বশর মাইজভাণ্ডারী, মাওলানা সৈয়দ বশিরুল আলম, মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, মাওলানা আলী আজম রেজভি, মাওলানা আবু জাফর মোহাম্মদ এনামুল হক, মাওলানা নজরুল ইসলাম আশরাফি, মাওলানা কে. এম. জহির উদ্দিন, মাওলানা কাজী সেলিম উদ্দীন, মাওলানা ইকরাম উদ্দিন, হাফেজ মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ মোতাহের হোসেন প্রমুখ। বাংলাদেশের জনগণ ও মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব শান্তি কামনা করে মুনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীনে দরবার প্রফেসর শাহসুফি সৈয়দ সফিউল গনি চৌধুরী।
কাদের গনি চৌধুরী বলেন,আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তাঁর একত্ববাদে বিশ্বাস করার জন্য। আল্লাহর একত্ববাদে যিনি বিশ্বাস করেন না তিনি ঈমানদার নন। মাইজভান্ডারি তরিকা কোরআন সুন্নাহর আলোকে চলে। কোরআন সুন্নাহর মধ্যে যা আছে তাই তরিকায়ে মাইজভান্ডারীর মধ্যে নিহিত।এর বাইরে যা মাইজভান্ডারি তরিকা সেটিকে অনুমোদন করে না।
Comments