ব্রাজিলের সহকারী কোচ হিসেবে কাকাকে চান আনচেলত্তি

আগামী ২৬ মে ব্রাজিলের কোচ হিসেবে মেয়াদকাল শুরু করবেন কার্লো আনচেলত্তি। কোচ হিসেবে শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছেন এই ইতালিয়ান কিংবদন্তি কোচ। জুনেই বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে খেলতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে পাওয়ার আগেই দল গোছানো শুরু করেছেন আনচেলত্তি। একই সঙ্গে কোচিং প্যানেলও ঠিক করছেন তিনি। ৬৫ বছর বয়সী এই কিংবদন্তি কোচ নাকি তার সহকারী হিসেবে ব্রাজিলের কিংবদন্তি কাকাকে চান–এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।
ব্রাজিলের তারকা ফুটবলাররা ক্যারিয়ার শেষে কোচ হিসেবে ক্যারিয়ার গড়তে চান না বলে দুর্নাম শোনা যায়। যে কারণে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনায় অনেক বিশ্বমানের কোচ থাকলেও ব্রাজিল ভুগছে বিশ্বমানের কোচের অভাবে। শেষ পর্যন্ত তো বাধ্য হয়ে নিজেদের ঐতিহ্য ভেঙে বিদেশি কোচ নিয়োগ দিতে বাধ্য হয়েছে সেলেসাওরা।
তবে ব্যতিক্রম হচ্ছেন কাকা। সাবেক এই ব্যালন ডি'অরজয়ী ফুটবলার এরই মধ্যে কোচিংয়ের কোর্স সম্পন্ন করেছেন। কোচ হিসেবে তিনি কেমন করেন তার একটা নমুনা সামনের দিনে দেখা যেতে পারে। ব্রাজিলের গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, সহকারী হিসেবে ২০০২ এর বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে চান ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি।
এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন স্বয়ং কাকা। তিনিই শুনেছেন এই গুঞ্জনের কথা। জানিয়েছেন, ২০২৬ এর বিশ্বকাপে আনচেলত্তির কোচিং স্টাফের অংশ হয়ে দেশকে সাহায্য করতে তিনি 'প্রস্তুত'।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ২৯ গোল করা আনচেলত্তির অধীনে এসি মিলানেই সেরা সময়টা কাটিয়েছেন। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরস্কার ব্যালন ডি'অরও সে সময়ই তার হাতে উঠেছে। ২০১৭ সালে এমএলএসের ক্লাব অরল্যান্ডো সিটি থেকে ফুটবল ক্যারিয়ার শেষ করে কোচিংয়ের পাঠ নেন তিনি।
কেজ টিভিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে কাকা বলেন, 'যদি দল মনে করে আমি কোনোভবে সাহায্য করতে পারি, আমি মনে করি, এই মুহূর্তে আমি তা করতে প্রস্তুত। আমি নিজেকে তৈরি করেছি।'
কাকা আরও বলেন, 'আমি ২০১৭ সালে খেলা ছেড়ে দিয়েছি। এরপর আমি নিজেকে প্রস্তুত করতে চেয়েছি। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড থেকে আমি ক্রীড়া বাণিজ্যের কোর্স করেছি, আমি সিবিএফ (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন) থেকে কোচিং কোর্স করেছি, আমার জাতীয় দলের হয়ে বিশ্বকাপের (খেলার) অভিজ্ঞতা আছে। যদি সুযোগ আসে আমি ব্রাজিল জাতীয় দলে ফিরতে (কোচের ভূমিকায়) প্রস্তুত।'
এই মাসের শুরুতেই সিবিএফ এক ঘোষণায় জানায়, রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচের পরই ব্রাজিলের কোচের দায়িত্ব নেবেন আনচেলত্তি। দলটির প্রথম পূর্ণকালীন বিদেশি কোচ হতে যাচ্ছেন তিনি। দায়িত্ব নেয়ার পর আগামী ৫ জুন ইকুয়ডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্রথম ব্রাজিলের ডাগআউটে বসবেন তিনি। পাঁচদিন পর ঘরের মাঠে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে।
এই মুহূর্তে কনমেবল অঞ্চলের বাছাই পর্বে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি আগামী বিশ্বকাপের টিকিট পাবে। সপ্তম দলকে খেলতে হবে মহাদেশীয় প্লে-অফ।
Comments