মেসির জার্সি নম্বরের নতুন মালিক হচ্ছেন ইয়ামাল

বার্সেলোনায় লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে তার বিদায়ের পর যাকে ১০ নম্বর দেয়া হয়েছিল, সেই আনসু ফাতি এখন বার্সেলোনা ছাড়ার দ্বারপ্রান্তে। ১০ নম্বর জার্সি গায়ে চাপানোর পর থেকেই ইনজুরি তার সঙ্গী। মাঝে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রাইটনে ধারে খেলতে গেলেও নিজেকে আর মেলে ধরতে পারেনি। বলতে গেলে ফাতি এখন হারিয়ে যাওয়া তারা। কিন্তু ১০ নম্বরের মতো আইকনিক জার্সি তো আর ফেলে রাখা যায় না। রোনালদিনিয়ো-মেসির সেই আইকনিক জার্সি যার তার গায়ে তুলে দেয়াও তো যায় না। এর ভার সামলানোর মতো কাঁধও দরকার।
অবশেষে সেই ভরসা করার মতো কাঁধ খুঁজে পেয়েছে কাতালান জায়ান্টরা। সর্বকালের সেরা ফুটবলারের খ্যাতি পাওয়া মেসির সেই উত্তরসূরির বয়স মোটে ১৭। এই মৌসুমে সবচেয়ে আলোচিত ফুটবলার তিনি। বার্সার পুনর্জন্মের সেই নায়কের নাম লামিনে ইয়ামাল। তার গায়েই আগামী মৌসুম থেকে শোভা পাবে মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সি।
ফুটবলেরই 'নেক্সট বিগ থিং' বলা হচ্ছে ইয়ামালকে। আগামী জুলাইয়ে ১৮ বছর পূর্ণ হবে ইয়ামালের। তখন তার সঙ্গে নতুন চুক্তি সম্পাদন করবে বার্সেলোনা। আর নতুন চুক্তির পর তার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে আইকনিক ১০ নম্বর জার্সি। এমন খবরই দিয়েছে মেমোরাবিল্লা১৮৯৯.কো।
বর্তমানে বার্সার ১০ নম্বর জার্সির মালিক আনসু ফাতি। তবে এই মৌসুম শেষেই ক্লাব ছাড়তে পারেন তিনি।
দুই বছর আগে বার্সার তৎকালীন কোচ জাভি হার্নান্দেজ মাত্র ১৫ বছরের ইয়ামালকে বার্সার মূল দলের হয়ে সুযোগ দেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দ্রুতই নিজেকে কাতালান জায়ান্টদের একাদশের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত করেছেন। হ্যান্সি ফ্লিক কোচের দায়িত্বে আসার পর চলতি মৌসুমে তো আক্রমণভাগে রাফিনিয়া ও রবার্ট লেভানদোভস্কিকে নিয়ে দুর্ধর্ষ জুটি গড়ে তুলেছেন। বার্সাকে এই মৌসুমে জিতিয়েছেন ঘরোয়া ট্রেবল। চ্যাম্পিয়ন্স লিগেও দলকে সেমিফাইনালে তুলেছিলেন। মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছেন ইয়ামাল। এবারের ব্যালন ডি'অরের অন্যতম দাবিদারও তিনি।
চলতি মৌসুমে সব মিলিয়ে ৫৪ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল।
এমন পারফরম্যান্সের পর সোনার ডিমপাড়া হাঁসকে ক্লাবে ধরে রাখতে নতুন চুক্তির পরিকল্পনা হাতে নিয়েছে বার্সেলোনা। বর্তমান চুক্তি অনুযায়ী আগামী বছর জুন পর্যন্ত বার্সায় থাকার কথা ইয়ামালের। কিন্তু আগামী জুলাইয়ে ১৮তম জন্মদিনের পরই তার সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করবে ক্লাবটি। নতুন চুক্তিতে আকর্ষণীয় বেতন প্রস্তাব করা হবে তাকে। একইসঙ্গে রাখা হচ্ছে ১ বিলিয়ন ইউরো রিলজ ক্লজ। অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ইয়ামালকে দলে ভেড়াতে ১ বিলিয়ন ইউরো খরচ করতে হবে আগ্রহী ক্লাবকে।
Comments