এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল

সীমান্ত উত্তেজনার জেরে এবারের আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করেছে বিসিসিআই। আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, 'আইপিএলের বাকি অংশ এক সপ্তাহের জন্য স্থগিত করা হল। সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএলের ৫৮টি ম্যাচ ইতোমধ্যেই শেষ হয়েছে, বাকি রয়েছে ১২টি গ্রুপ পর্বের ম্যাচ এবং প্লে-অফ। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লক্ষ্ণৌ, হায়দরাবাদ, আহমেদাবাদ, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বাই ও জয়পুরে।
সিদ্ধান্তের আগে বিকল্প ভেন্যুতে খেলা চালিয়ে নেওয়ার সম্ভাবনাও বিবেচনা করা হয়েছিল। তবে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ধর্মশালায় বৃহস্পতিবার পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঝপথে বাতিল হওয়া এবং বিমানবন্দর বন্ধ হওয়ায় শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্টই সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্লে-অফ হওয়ার কথা ছিল হায়দরাবাদ ও কলকাতায়।
ধর্মশালায় আটকে পড়া খেলোয়াড় ও স্টাফদের গোপন নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ ট্রেনে দিল্লিতে আনা হয়েছে। কেউ জানতো না তারা কোথা থেকে ট্রেনে উঠবেন। গন্তব্য সম্পর্কে কোনো তথ্য না দিয়েই তাদের বাসে করে নিয়ে যাওয়া হয়েছে।
আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল আগেই জানিয়েছিলেন, 'আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এটি একটি পরিবর্তনশীল পরিস্থিতি এবং এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। সব সিদ্ধান্তই নেওয়া হবে স্টেকহোল্ডারদের নিরাপত্তা ও লজিস্টিক দিক বিবেচনায় রেখে।'
Comments