সাবেক টাইগার পেসার রুবেলের ভাতিজা নিখোঁজ

জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার রুবেল হোসেনের ভাতিজা হাফেজ তামিম হোসেন (১৪) নিখোঁজ হয়েছেন। বুধবার (৭ মে) সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন রুবেল নিজেই।
তামিম বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট একাডেমির শিক্ষার্থী এবং রুবেলের বড় ভাইয়ের ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে রুবেল জানান, সন্ধ্যা ৬টার দিকে মাদরাসা থেকে নিখোঁজ হয় তামিম।
রুবেল তার স্ট্যাটাসে লিখেন, আমি পেসার রুবেল হোসেন। দীর্ঘদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছি। আজকের দিনটি আমার জন্য খুব বেদনাদায়ক। আমার বড় ভাইয়ের ছেলে হাফেজ তামিম হোসেন (১৪) সন্ধ্যা ৬টা থেকে বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট একাডেমি থেকে নিখোঁজ। কেউ যদি তাকে খুঁজে পান, নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল।
নিখোঁজ সম্পর্কে কোনো তথ্য পেলে অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে: ১৯৬০০-৭০৪১৩।
তামিমের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইতোমধ্যে স্থানীয় থানা ও বিভিন্ন স্থানে খোঁজ নেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।
Comments