খুনের হুমকি পেলেন মোহাম্মদ শামি

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন সময়েই ভারতের তারকা ফাস্ট বোলার মোহাম্মদ শামিকে খুনের হুমকি দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোববার (৪ মে) ইমেইলের মাধ্যমে এই হুমকি পাঠানো হয় বলে জানা গেছে। এই ঘটনার পর থেকেই শামির পরিবারে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ঘটনার জেরে শামির ভাই মোহাম্মদ হাসিব উত্তরপ্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে একটি এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) দায়ের করেছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজপুত সিন্দার নামক এক ব্যক্তির আইডি থেকে এই হুমকি দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি শামির পরিবারের কাছে সম্পূর্ণ অচেনা এবং কী কারণে এই হুমকি দেওয়া হলো, সে বিষয়েও তারা নিশ্চিত নয়।
আমরোহার সাইবার ক্রাইম পুলিশ স্টেশন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ৩০৮ (৪) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ডি ও ৬৬ই ধারায় অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। জেলার পুলিশ সুপারের (এসপি) নির্দেশে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সম্ভাব্য সকল দিক খতিয়ে দেখা হচ্ছে।
এই মুহূর্তে মোহাম্মদ শামি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন। তবে আইপিএলের চলতি আসরে শামির পারফর্ম্যান্স খুব একটা সুবিধার নয়। এবারের আসরে ৯ ম্যাচ খেলে পেয়েছেন ৬ উইকেট। উল্লেখ্য, শামি ভারতের অন্যতম অভিজ্ঞ পেসার এবং অতীতে জাতীয় দলের হয়ে অনেক সাফল্য পেয়েছেন, যার মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় অন্যতম।
Comments