মেসিকেই সর্বকালের সেরা মানেন ইয়ামাল

বার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলার হিসেবে ধরা হয় লিওনেল মেসিকে। সেই মেসির উত্তরসূরি হিসেবে এখন ধরা হয় লামিন ইয়ামালকে। তবে এসব আমলে নেন না স্প্যানিশ এই তরুণ তারকা। নিজের সঙ্গে কাউকে তুলনা করেন না ১৭ বছর বয়সি ইয়ামাল। স্পেনের এই তরুণ উইঙ্গার মনে করেন, মেসিই সর্বকালের সেরা।
লিওনেল মেসির মতোই বার্সেলোনার একাডেমী (লা মাসিয়া) থেকে উঠে এসেছেন লামিন ইয়ামাল। সিনিয়র দলে সুযোগ পাওয়ার পর থেকেই নিজের ঝলক দেখিয়ে যাচ্ছেন স্পেনের হয়ে ইউরো জেতা এই তারকা। শুরু থেকেই ধারাবাহিক পারফরমেন্সের কারণে অনেকেই ইয়ামালকে বার্সেলোনার কিংবদন্তি মেসির সঙ্গে তুলনাও করছেন। তবে এইসব আমলে নেন না তিনি।
বুধবার (৩০ এপ্রিল) ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে ইয়ামাল বলেন, 'আমি কারো সঙ্গে নিজের তুলনা করি না, মেসির সঙ্গেও না…লিও সর্বকালের সেরা। আমি কেবল উন্নতি করার দিকে মনোযোগ দিচ্ছি, অন্য খেলোয়াড়দের সঙ্গে নিজেকে তুলনা করার কোনো মানে হয় না।'
২০২৩ সালে জাভির অধীনে বার্সেলোনায় অভিষেক হয়েছিল ইয়ামালের। তখন তার বয়স ছিল মাত্র ১৫। শুরু থেকেই নিজের জাত চিনিয়ে যাচ্ছেন স্পেনের এই তারকা। তবে এখনই নিজেকে সেরার কাতারে ফেলছেন না ইয়ামাল।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বুধবার ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। এটি হবে বার্সেলোনার জার্সিতে ইয়ামালের শততম ম্যাচ। ফলে এই ম্যাচটি ইয়ামালের জন্য খুব স্পেশাল।
Comments