'রিয়াল মাদ্রিদ আমাদেরকে এ বছর সামলাতে পারবে না'

চলতি মৌসুমে দারুণ ছন্দে বার্সেলোনা। তাদের কাছে পাত্তাই পাচ্ছে না চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে তিন বারের দেখায় একবারও জিততে পারেনি লস ব্লাঙ্কোস।
শনিবার (২৬ এপ্রিল) রাতে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রে'র শিরোপা জিতেছে বার্সা।
ম্যাচ শেষে গণমাধ্যমকে বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল বলেন, 'ম্যাচের আগে হোটেলে থাকতে যখন আলোচনা করছিলাম, তখন আমি রোনাল্ড আরাহোকে বলেছিলাম, যদি তারা (রিয়াল মাদ্রিদ) একটি গোল করে কোনো সমস্যা নেই। যদি দুই গোলও করে, তাতেও সমস্যা নেই। তারা আমাদেরকে এ বছর সামলাতে পারবে না। আমরা এটা করে দেখিয়েছি।'
সত্যিই করে দেখিয়েছেন ইয়ামালরা। কোপা দেল রে'র ফাইনালে প্রথমে লিড পেলেও ৮৩ মিনিট পর্যন্ত তারা ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল। শঙ্কা তৈরি হয়েছিল হারের। তবে আরাহোকে যেমনটা বলেছিলেন ইয়ামাল, রিয়াল দুই গোল করলেও কোনো সমস্যা নেই। ৮৪তম মিনিটে ফেরান তোরেসের গোলে সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ের ১১৬তম মিনিটে জুলেস কুন্দের গোলে জয় তুলে নেয় কাতালানরা।
শুধু জয়টা পেয়েছেন তা নয়, পুরো ম্যাচেই আধিপত্য করে খেলেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয় বারের মতো রিয়ালকে হারালো তারা। প্রথম দেখায় গত বছরের অক্টোবরে লা লিগার ম্যাচে রিয়ালকে তাদের ঘরের মাঠে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ইয়ামালরা। এরপর জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারিয়েছিল ৫-২ ব্যবধানে।
চলতি মৌসুমে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আরও একবার মুখোমুখি হবে আগামী ১১ মে। লা লিগার সে ম্যাচে রিয়ালকে আতিথেয়তা দেবে বার্সা।
Comments