বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরুতে বিলম্ব

সিলেটে চলছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে।
সিলেট টেস্টের প্রথম দিনে একক আধিপত্য ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশকে মাত্র ১৯১ রানে গুটিয়ে দিয়ে ব্যাট হাতেও ভালো খেলেছে তারা। তবে দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ায় টাইগাররা। মেহেদী মিরাজ ও নাহিদ রানার বোলিং তোপে বড় লিড নিতে পারেনি সফরকারীরা। ২৭৩ রানে শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। তাতে ৮২ রানের লিড পায় জিম্বাবুয়ে।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাদমানের উইকেট হারালেও দ্বিতীয় দিনে আর বিপদে পড়েনি বাংলাদেশ। দিন শেষে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৭। ২৫ রানে পিছিয়ে আছে তারা।
এদিকে পিচ এখন ব্যাটিং সহায়ক হওয়ায় বড় স্কোরের আশা করেছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, 'এখন যে উইকেট তাতে মনে হয়, আমরা যদি ভালোভাবে ব্যাটিং করতে পারি... ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ৩৫০ থেকে যদি ৪০০ রান করার। এটা দলের জন্য অনেক ভালো হবে।'
Comments