পিএসএলে বাবর আজমের লজ্জার রেকর্ড

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর শুরুটা যে বাবর আজমের প্রত্যাবর্তনের মঞ্চ হতে পারে, এমনটাই ভেবেছিলেন অনেকে। তবে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। পেশোয়ার জালমির হয়ে খেলতে নেমে শূন্য রানে আউট হয়ে গড়লেন পিএসএলের লজ্জাজনক এক রেকর্ড।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ আমিরের গুড লেন্থ ডেলিভারিতে শর্ট এক্সট্রা কাভারে রাইলি রুশোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন বাবর। আর এই উইকেটের মধ্য দিয়েই পিএসএলে টপ অর্ডার ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি 'ডাক' খাওয়ার রেকর্ড এখন বাবরের। এই ম্যাচে ছিল তার নবম ডাক, যা তাকে ছাড়িয়ে দিয়েছে কামরান আকমলকেও (৮ বার)।
পিএসএলে টপ অর্ডার ব্যাটারদের সবচেয়ে বেশি ডাক
৯ বার – বাবর আজম
৮ বার – কামরান আকমল
৬ বার – ক্যামেরন ডেলপোর্ট
৫ বার – সার্জিল খান
যদিও সামগ্রিকভাবে ডাক খাওয়ার দিক থেকে এখনো বাবর পিছিয়ে আছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম (১২ বার) ও পেসার ওয়াহাব রিয়াজের (১০ বার) চেয়ে।
ম্যাচে বাবরের ওপেনিং সঙ্গী সাইম আইয়ুব দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফিরেই অর্ধশতক করেন, কিন্তু সেটিও দলের পরাজয় ঠেকাতে পারেনি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দেয়া ২১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পেশোয়ার জালমি অলআউট হয়ে যায় মাত্র ১৩৬ রানে। ফলে ৮০ রানের বিশাল ব্যবধানে পরাজয়বরণ করে।
এই জয় কোয়েটার ইতিহাসেও এক অনন্য মাইলফলক। এটি তাদের পিএসএল ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে ২০২০ সালে করাচি কিংসের বিপক্ষে ৬৭ রানে জয় ছিল তাদের সর্বোচ্চ।
Comments